আমাদের কথা খুঁজে নিন

   

গনি মিয়া যখন তখন

গনি মিয়া আজো চষে পরের জমি । 'লাঙ্গল যার জমি তার' উড্ডীন স্বপ্ন একদিন একাত্মায় দুনিয়ার মজদুর সহসা গ্লাসনস্ত পেরেস্ত্রইকা জোয়ার তাসের ঘর ভেঙে খান খান । ছিল দিশারী নেতা অকুতোভয় বিপ্লব নেশা একাট্টা শ্রমিক কৃষক মিলিনিয়াম গোল - দিন বদল ভোল পাল্টে নেতা মুজিব কোট আলখেল্লায় বা কেউ। হেক্টর প্রতি ফলন তিনগুণ ধন্য কৃষি শাস্ত্র গনি মিয়ার ভাগের গোলা খেয়ে যায় মধ্যস্বত্ব পোকা । বিভ্রান্ত কেউ কেউ খুঁজে নতুন থিসিস মাদাম তুসো লুফে নিছে মার্কস এঙ্গেলস মাইক্রো ক্রেডিত বেড়াজাল গনিমিয়া যখন তখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।