আমাদের কথা খুঁজে নিন

   

"আজব সমীকরণ"

দৃষ্টি সম্প্রসারিত করুন। কারো অজান্তে এমন একটা কাজ আপনি করছেন যা আপনার বাবা-মা সমর্থন করেনা। কিংবা আপনি বাবা-মা হলে আপনার সন্তানের ক্ষেত্রে যে কাজ আপনি আশা করেন না তা আপনি করবেন না। আমার সমীকরণের কোনো বাস্তবতা নেই। শুধু একটু মজার জন্য। তবে জ্যামিতির অনুস্বীকার্য়ে মত চালিয়ে নেওয়া যায়। আমরা জানি, Study=No Fail.................................(i) No Study=Fail.................................(ii) সমীকরণ (i) ও (ii) যোগ করে পাই। Study+No Study= No Fail+Fail Study(1+No)=Fail(No+1) অতএব, Study=Fail........................................!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।