mamun.press@gmail.com লৌখনো, ১ ডিসেম্বর: ভারতের এক সাপুড়ে জমির জন্য এক আবেদনের ব্যাপারে তার অভিযোগে সাড়া না দেয়ায় কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এক সরকারি অফিসে কয়েক ডজন সাপ ছেড়ে দেয়।
মঙ্গলবার ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে হাক্কুল নামের ওই সাপুড়ে বিষাক্ত কোবরাসহ তিন ব্যাগ সাপ ছেড়ে দিলে ওই অফিসের কর্মকর্তারা তাদের ডেস্ক থেকে লাফিয়ে ভবন থেকে দৌঁড়ে বেরিয়ে আসেন।
ভূমি রাজস্ব প্রশাসনের প্রধান সুভাষ মনি ত্রিপাঠী হরিয়ানা শহর থেকে টেলিফোনে এএফপি'কে জানান, “ওই সাপুড়ে তার সাপ রাখার জন্য একখণ্ড জমি চেয়ে আবেদন করেছেন। এ ব্যাপারে লিখিত কোনো জবাব না পেয়ে হাক্কুল গোটা অফিসে সাপ ছেড়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি করছেন। ”
হাক্কুল পরে সাংবাদিকদের জানান, দুই বছর আগে সাপ রাখার জন্য একখণ্ড জমি দিতে এক জেলা ম্যাজিস্ট্রেট অঙ্গীকার করেছিলেন।
তিনি বলেন, “আমি একজন সংরক্ষণবাদী এবং সরকারের সহযোগিতা চেয়েছি। দীর্ঘ সময় আমি ধৈর্যের সঙ্গে অপেক্ষা করেছি। অফিসে সাপ ছেড়ে দেয়া ছাড়া আমার কোনো বিকল্প উপায় ছিল না। ” তবে ওই ঘটনায় কেউ আহত হননি। সূত্র: এএফপি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।