আমাদের কথা খুঁজে নিন

   

ব্রডব্যান্ড কে খুব মিস করছি

মাত্রাতিরিক্ত রকমের জ্ঞেয়ানী জনেরা আমার ব্লগের উটকো অতিথি বলে বিবেচিত হবে। সামুতে ব্লগ লেখার জন্য বা বেড়াতে আসার জন্য সবচেয়ে দরকারি যে জিনিস তা হল ইন্টারনেট সংযোগ। সর্বোপরি ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবা সমূহ গ্রহন করার জন্য ইন্টারনেট সংযোগের কোন বিকল্প নাই এইটা এক কথায় বলা চলে। আমরা সকলেই কম-বেশি এইটা উপলব্ধি করে থাকি যখন আমার ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন থাকি। এই রকম পরিস্থিতিতে আমাদের অবস্থা কিরুপ হতে পারে তার একটি ডেমো নিচে সংক্ষেপে দেয়ার চেষ্টা করছি।

সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রথম ঘন্টা - সংযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রথম ঘন্টা - প্রথম দিন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার দ্বিতীয় দিন - তৃতীয় দিন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার তৃতীয় দিন - পরবর্তী এক সপ্তাহের জন্য এরপর গা-সওয়া হয়ে গেলে ব্লগার ভাইয়েরা মেজাজ ভীষণ খারাপ আছে। গত পাঁচদিন ধরে আমার এলাকার ব্রডব্যান্ড লাইন ইস্ট্রেচু হইয়া আছে। আমার লোকাল প্রভাইডারের (দোলাইপাড়) উপর কিসের জানি ঠাডা পরছে, কি সব নাকি জইল্লা গেছে তাই লাইন বন্ধ। আমার এলাকার কোনো ব্লগার যদি থাকেন আর যদি কিছু জানেন তাইলে আমারে একটু কইয়া জাইয়েন। কিছুই করতে পারতেছি না খালি চাইয়া চাইয়া দেখি __No Network Connection__ এরপর টিকতে না পাইরা ছয়মাস ধরে ফেলে রাখা বাংলালায়ন পোস্টপেইড কানেকশনটি ঘষামাজা কইরা Safari 4.5 প্যকেজ কইরা নিয়া আসলাম।

আমার পুরা (৭৫০ টাকা) গচ্চা গেছে ভাই। যদিও সঠিক মূল্য ৭৪৭.৫০ টাকা কিন্তু আমার ২.৫০ টাকা পুরানা পল্টনের বাংলালায়নের মেডাম মাইরা দিসে। (ভীষণ চেইত্তা যাওয়ার ইমো হইব)... এই ২.৫০ টাকার দুঃখ আর ব্রডব্যান্ড হতে বিচ্ছিন্ন হওয়ার শোক আমারে একদম ভেঙ্গে চুড়ে একাকার করে দিল রে ভাই। ***কেউ আমারে একটু সান্ত্বনা দিয়া যান ভাই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।