সারা বাংলার এক দাবি, সব রাজাকারের চাই ফাসি তোমার চোখের অন্ধমায়ায় যখন, আমি যাযাবর হায় অভাগা!! বুঝি তখন সেথা নয়যে আমার ঘর!! তাই ভুল জমিয়ে বুকের মাঝে এওক্লা মনে শুধাই আপন মনের আড়াল হতে আজও "ভালোবাসি তোমায় !!" তোমার সাধ্য-সীমার সকল বাধার ওই পাহাড় ছারিয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে তবু শুধাই তোমায়, "চোখের ভাষায় মিথ্যে কিছু ইচ্ছে লুকিয়ে একটি বারের জন্য হলেও হাতদুটো দাওনা বারিয়ে !!" হায়!! ইচ্ছে আমার পাগলা ঘোড়া, ছুটছে আকাশ পানে তাই একলা বসে আমায় শুধাই, "কি এই ভালোবাসার মানে?" জানি চিরঅধরা তুমি আমার চিরচেনা জগতে তবু প্রার্থনা আমার শুধু... তোমার তরেতে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।