কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! ফটোগ্রাফারর্স রিয়ালিটি : হিডেন ট্রুথ টু বি এ ফটোগ্রাফার ইন এ ফার্স্ট ওয়ান ইয়ার
---------------------------------------------------------------------------------
১. ফটোগ্রাফি শেখার প্রথম মাস - নিজের পোষা কুকুর,মাছ, ফুল, কাক মডেল। তাদের একইরকম শ’খানেক ফটো তোলা। ডিজিটাল ক্যামেরা নিয়ে দুঃখ করা।
২. ফটোগ্রাফি শেখার দ্বিতীয় মাস - নিজের ঘরের মানুষের পোট্রেট, নিজের গ্রামের বাড়ীর ল্যান্ডস্কেপ, সাগর, নদী ইত্যাদি।
৩. ফটোগ্রাফি শেখার তৃতীয় মাস - বিভিন্ন গ্রুপে জয়েন করা।
অতঃপর সব ফটো নিয়ে মহা উৎসাহে ছবি প্রদশর্নীতে এই সব ছবি দেওয়া, সুযোগ না পেয়ে হতাশ হয়ে ক’দিনের জন্যে ফটোগ্রাফি থেকে বিরত।
৪. ফটোগ্রাফি শেখার চতুর্থ মাস - এসএলআর জন্যে ব্যাপক পরিকল্পনা করা। সিনিয়র ভাইবোনদের কাছ থেকে টিপস্ নেওয়া।
৫. ফটোগ্রাফি শেখার পঞ্চম মাস - ফটো সাফারীতে গিয়ে অন্যদের হাতে এসএলআর দেখে আশাহত হয়ে ছবি তুলতে লজ্জা পাওয়া।
৬. ফটোগ্রাফি শেখার ষষ্ঠ মাস - ব্যাপক ক্যামেরার ব্যাপারে লম্পঝম্প, হাজার প্রশ্ন নিয়ে সেরা ক্যামেরা খুঁজতে চলা ।
৭. ফটোগ্রাফি শেখার সপ্তম মাস - নিজের প্রিয়জনের কাছ থেকে এসএলআর উপহার পেয়ে সেটি নিয়ে রোজ রাতে ঘুমাতে যাওয়া ঘুরন্ত ফ্যান, চলন্ত টিভি, বন্ধু-বান্ধবীর ফটো তোলা।
৮. ফটোগ্রাফি শেখার অষ্টম মাস - চেনা - অচেনা প্রতিটি অনুষ্ঠানে গ্রুপ ফটো তোলা ।
৯. ফটোগ্রাফি শেখার নবম মাস - প্রাইম লেন্স, ফ্লাশ এগুলোর উপর ব্যাপক গবেষনা, কি করে ঝাপসা ব্যাকগ্রাউন্ড তোলা যায়। ফটোশপে কাজ শেখার চেষ্টা।
১০. ফটোগ্রাফি শেখার দশম মাস - প্রাইম লেন্স কিনে ইনডোর শুট শুরু করে দেওয়া।
কনসেপ্টুয়াল ফটোগ্রাফির প্রেমে পড়া।
১১. ফটোগ্রাফি শেখার এগারো মাস - লুকিয়ে লুকিয়ে পোট্রেট তুলতে ভালো লাগে তাই ক্যানডিড ফটো তুলা তাই দ্যুম করে টেলিলেন্স কিনে ফেলা।
১২. ফটোগ্রাফি শেখার বার মাস - একবছর হয়ে গেল এত অর্থ, এত সময় নষ্ট হয়ে গেল এবার বিয়ের খেপ না পেলে নয়, মিশন ফর ওয়েডিং ফটোগ্রাফি।
২৫ই মার্চ, ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৮৭/৩৬৫ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।