যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি আমি অনেক চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত কিউবিই কিনলাম। আপাতত স্পিড ভালই দিচ্ছে। তেমন কোন সমস্যা হয়নি। কিন্তু কাল থেকে হয়েছেকি মজিলা দিয়ে ব্রাউজ করার সময় কেমন জানি স্পিড পাচ্ছেনা। কিন্তু তখনি যদি আমি আইডিম এর কোন ডাউনলোড রিজিউম করি তাহলেই আবার স্পিড ভাল হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারিনা এমন কেন হচ্ছে? যদি কিউবি স্পিড নাই দেয় তাহলে আইডিএম এর ও তো পাওয়ার কথা না। কিন্তু IDM পাবে আর মজিলা পাবেনা।এমন কেন হবে? আগে যখন বাংলালিংক ইউজ করতাম তখনো মাঝে মাঝে এমন হতো। এর কি কোন সমাধান আছে? যদি কেউ জানেন জানাবেন প্লিজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।