আমাদের কথা খুঁজে নিন

   

আসুন লাল সবুজে ভরিয়ে দেই ফেসবুক ।

"অতি অপরিচিত " অনেক দিন ধরেই কিছু কিছু ফেসবুক পেজ এ বিজয়ের মাস কে সামনে রেখে একটা প্রচারণা চালাচ্ছে । তাঁদের কথার মূল বক্তব্য হল , আসন্ন বিজয় দিবসে আমরা যেন আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এর প্রফাইল পিকচার হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করি । লাল সবুজে ভরে থাকুক প্রতিটি বাংলাদেশী ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল । আজকের দিনে আমাদের মাঝে জাতীয় ঐকমতের বড়ই অভাব । আমাদের আজও অসহায় দৃষ্টি নিয়ে দেখতে হয় , পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ক্রিকেট ম্যাচে অনেক বাংলাদেশী , পাকিস্তানের পতাকা বুকে ধারণ করছে ।

কেউ কেউ আবার এক কাঠি সরেস , এক গালে এঁকেছে বাংলাদেশের পতাকা , আরেক গালে পাকিস্তানের পতাকা । অবশ্য রাজাকারের গাড়িতে আমরাই জাতীয় পতাকা লাগানর সুযোগ করে দিয়েছিলাম , সে তুলনায় এটা তো কিছুই না । আজ বাংলাদেশী হিসেবে অনেকেই লজ্জা বোধ করে । তাঁদের কাছে মনে হয় ইস কেন যে এই দেশে জন্মালাম ? কিন্তু আজকে এসব দেখার জন্য কি ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল ? তাঁরা সে সময় দেশ প্রেমের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এক অসাধ্য সাধন করেছিল । আজ দেশ এক ক্রান্তিকালে অবস্থান করছে ।

তাই আজ আমাদের মাঝে সেই হারিয়ে যাওয়া বাংলাদেশী সত্তা জেগে ওঠার অনেক বেশি প্রয়োজন। আজ দেশে প্রেমে উদ্বুদ্ধ হলে দুর্নীতিতে দেশ ছেয়ে যেত না । অন্য দেশের কাছে মাথা নিচু করারও প্রয়োজন হত না । তাই আসুন এই বিজয়ের মাস থেকেই আমরা আমাদের মাঝে হারিয়ে যাওয়া দেশ প্রেম জাগ্রত করার প্রচেষ্টা চালাই । আমাদের দেখে যেন অন্যরাও অনুপ্রাণিত হতে পারে , সে জন্য আমরা অনলাইন দুনিয়াতেও এর বহিপ্রকাশ ঘটাই ।

অনেকে বলবেন ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করে কি দেশ প্রেম দেখাতে হবে? তাঁদের বলতে চাই , আজকের তরুণ সমাজ ফেসবুকেই অনেকটা সময় ব্যয় করে । তাঁরা যদি আমদের দেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয় তাহলে খারাপ কি ? তাই ১৬ ডিসেম্বর একটা দিনের জন্য হলেও আমরা আমাদের প্রোফাইল পিকচার লাল সবুজে ভরিয়ে দেই । ধন্যবাদ । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।