আমাদের কথা খুঁজে নিন

   

= স্বস্তি =

আজ কুঞ্জ ভরিয়াছে পুষ্পে যাহা ঘেরা ছিল শুধু -পাপে ! হরষে দুলছে চিত্ত তরি- শত কালের সে স্বপ্ন বরি । কাঙখিত নিধি আজ শীর্ষে অশ্রু নয়;শুধু স্বস্তি বর্ষে এতে ছিল -মায়ের সাহস নবোঢ়া পত্নীর নিষ্পরশ বোনের হাসি হারানো জ্বালা বাংলা ও বাঙালির দুর্বেলা ! আহ ,কত অনিদ্রা অনাহার তৃষ্ণা আতঙ্ক;আত্ম অসাড় শত ত্যাগে উদিল -অরুণ শেখ,অগ্রগামী -হে তরুণ ! কুঞ্জ-উপবন,হরষে-আনন্দে,বরি-বরণ করে,নিধি-ধনরত্ন,নবোঢ়া-নভ বিবাহিতা,অসাড়-অনুভূতিশূন্য,উদিল-উঠিল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।