যদি শোনেন আপনার ব্যাংকে গচ্ছিত ১০০ টাকা ৬০ টাকায় নেমে এসেছে, কী বলবেন? সাইপ্রাসের আজ এই অবস্থা। এক লাখ ইউরো উপরের সকলকে ৪০% গচ্ছা দিতে হবে। আইএমএফ - বিশ্ব ব্যাংকের উদ্ধার প্যাকেজ এ তাই বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস বলছে, গ্রিসের উদ্ধার প্যাকেজেই সাইপ্রাসের আজকের ধসের বোমা পাতা ছিল। কে জানে এই প্যাকেজের পরবর্তী শিকার কে হয়। তবে একটা কথা বলতে পারি, ইউরোর অর্থনীতির মূল কাঠামো তে মৌলিক কোনো ত্রুটি না থাকলে এমন করার কথা না। আমি আরেকটা বিষয় বুঝিনা যে, তারা সমস্যার কারণ মূলোটপাটন না করে উদ্ধার প্যাকেজের নামে ডুবন্ত জনগনকে আরো ডুবায় কেন? IMF EUSA আইএমএফ-বিশ্ব ব্যাংক-ইউরোপ-যুক্তরাষ্ট্র গং কি অর্থনীতির এই 'ক খ' ছাড়া আর কিছুই বুঝেনা? অর্থনৈতিক বুদবুদ আর ধস ছাড়া তাদের অর্থনীতি আর কিছুই দেয় না কেন? তবে কি ভাবব, IMF-WB কে গুড বাই বলে লাতিন আমেরিকের ব্যাংক অব সাউথ প্রতিষ্ঠা ঠিকই আছে। আর এ কারনেই BRICব্রিকস দেশগুলোBRICS BRICSBRICB ভিন্ন ব্যাংকের কথা ভাবছে? তবে আমরা এমন কিছু করছিনা কেন? পুনশ্চঃ আমরা যদি হলমার্ক গং দের এভাবে আস্কারা দেই, আমাদের ডিপজিটরদের কপালে কী আছে তা সংশ্লিষ্টরাই বলতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।