আমাদের কথা খুঁজে নিন

   

আজকের তাজা খবর:

শূন্য ৬ নাম্বার বাসে মহাখালি থেকে গুলশান আসছি। সবশেষ সিটের আগের সিটে বসেছি। কন্ডাকটার আসলো ভাড়া নিতে। ভাড়া চাইতেই আমার পেছনের সিট থেকে একজন পরিচয় দিল: পুলিশের এসআই। তখন কন্ডাকটার কইল: তাইলে উনারটা শুধু দেন। এসআই কয়: কি কস্? কন্ডাকটার মুখ কালো করে সামনে চলে যেতে লাগলো। আমি হাত টেনে ধরে কইলাম: অই ব্যটা পুলিশের এস আই বইলা কি ৫ টাকা ভাড়া দেওনের ক্ষমতা নাই উনার? তুই কি উনারে ফকির পাইছস, যে ৫ ট্যাকা ভিক্ষ দেস?? বেয়াদব.... ভাড়া নে.... তুই উনারে ফকির পাইছস না..... অসভ্য..... একটা আইনের লোকেরে বাসের মধ্যে এত লোকের সামনে অপমান করস.... থাবড়া মাইরা গাড়িত্তে ফালাইয়া দিমু...... কি হইল বুঝলাম না..... এসআই পকেট থেইকা ১০ ট্যাকা দিল কন্ডাকটাররে...... আর কন্ডাকটার মুখ কালা কইরা..... গজর গজর করতে করতে ট্যাকা নিয়া সামনে চইলা গেল..... আর আমার পাশে বসা লোকটা আমার হাতে একটা চাপ দিয়া ফিক ফিক কইরা হাসতাছে....................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।