ভেতর ভেতর যাই পুড়ে যাই কেউ বুঝেনা আমার আগে... প্রতিটি মানুষ-ই জীবনে সুখ ও সাফল্য চায় আর এই চাওয়াটা দোষের কিছু নয়। জীবনে অনেক টানাপড়েন সহ্য করেছি বলেই এই দুইয়ের কোনটিকেই আমি কম চাইনা বা কম ভালবাসিনা। আমার আগের এক লেখায় আমি বলেছিলাম অফিসে আমাকে কি ধরণের সমস্যার মুখোমুখি রোজ হতে হয়। শেষ পর্যন্ত সৃষ্টিকর্তার দয়া হয়েছে তার এই বান্দার প্রতি। একটু একটু সুখ উঁকি দিচ্ছে আমার গৃহকোণে (আলহামদুলিল্লাহ)। এমনকি পেশাগত দিকেও আল্লাহ’র রহমতে উন্নতির আলো দেখা যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামি মাসের দ্বিতীয় সপ্তাহে একটা মালটি ন্যাশনাল কোম্পানি’র HR & Admin এ জয়েন করবো ইনশাল্লাহ। কিন্তু ভয় পিছু ছাড়ছেনা। সুখ কপালে সইবে তো?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।