অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... জোনাক জোনাক যাচ্ছো কোথায় জোনাকিরা দূরে যাচ্ছে যেথায় , জ্বালিস কেন আলো মিটমিট ঐ আলোয় পথ দেখি ঠিক ঠিক। আধার কি তোর বড়ই আপন ছড়িয়ে যাই তাই আলোর নাচন, জোনাক বড্ড কেন একা একা পাই নাই যে জোনাকির দেখা! নীল নীল আলো আধারি ভুবন জোনাকের বড় যে শূণ্য জীবন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।