আমাদের কথা খুঁজে নিন

   

'দুই বোমা বন্ধ করলাম' : প্রধানমন্ত্রী। কিন্তু লক্ষ কোটি জনগনের মুখ কিভাবে বন্ধ করবেন ?

আমি লেখক নই পাঠক ----- বঙ্গভবনে মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে চা পানের ফাঁকে গতকাল অন্যরকম এক পরিবেশ তৈরি হয়েছিল। নতুন তিন মন্ত্রীসহ সবাই ছিলেন উৎফুল্ল আর খোশ মেজাজে। এ সময় নতুন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও ওবায়দুল কাদেরকে দেখিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বললেন, " এই দুই বোমা বন্ধ করলাম "। এই দুজন প্রতিদিন গণমাধ্যমে সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে ইতিবাচক সমালোচনা করতেন। উল্লেখ্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের মন্ত্রী হিসেবে শপথ নেন। সূত্র : bdpress.net মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ ১৪১৮; ২৯ নভেম্বর ২০১১। এই যদি হয় প্রধানমন্ত্রীর মনোভাব তাহলে এদেশের জনগন কোথায় যাবে ? আমার কথা হলো তাদেরকে নাহয় হালুয়া রুটির ভাগ ও প্রলোভন দিয়ে থামালেন কিন্তু দেশের লক্ষ কোটি জনগনের মূখ কিভাবে বন্ধ করবেন ? জুলুম - অত্যাচার, নিপিড়ন - নির্যাতন, মামলা - হামলা, ঘুম - ক্ষূন করে ? না কি জনগনকে বিভক্ত করে নিজেদের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরী করে ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।