আমাদের কথা খুঁজে নিন

   

মটর সাইকেলে শেষ ছোঁয়া

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া আমার এক পরিচিত বন্ধুর খালাত বোন থাকত তাদের বাসায়। খালাত বোনটি খুব রসিক। কিন্তু বন্ধুটি একটু লাজুক টাইপের। মুখে কিছু বলতে পারত না। কিন্তু মনে মনে ঠিকই একটু ছোঁয়ার বাসনা।

যা হউক, একদিন বন্ধুটি , খালাত বোনকে নিয়ে মটর সাইকেলে ঘুরতে বেরিয়েছে। খালাত বোন পিছনে বন্ধুটি কে হালকা করে ধরে বসে রয়েছে। যাতে বন্ধুটির সাথে কোন রকম ছোঁয়া না লাগে। ও দিকে, বন্ধুটি আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে একটু ছোঁয়ার জন্য। মটর সাইকেল উচু নিচু দিয়ে চালায়, বার বার শক্ত ব্রেক করে ইত্তাদি ইত্তাদি।

কিন্তু কোন কিছুতেই কাজ হয় না। তার এই মনোভাব খালাত বোনটি বুঝে যায়। বাসার কাছে এসে ব্রেক করলে খালাত বোন পিছন থেকে জোড়ে চাপ দেয়। আর বলে- "তুই তো এটাই চেয়েছিলি"। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।