বার্সেলোনায় নেইমার আক্রমণভাগে জুটি বাধবেন টানা চারবার ফিফা বর্ষসেরার পুরস্কার জেতা মেসির সঙ্গে। সবাই যখন এই জুটির খেলা দেখার অপেক্ষায়, বার্সেলোনার সাবেক কোচ ও খেলোয়াড় ইয়োহান ক্রুইফ তখন পরামর্শ দেন মেসিকে বিক্রি করে দেয়ার। তার মতে লাতিন আমেরিকার এই দুই তারকা একসঙ্গে খেললে সমস্যাই বরং বাড়বে।
সাবেক বার্সেলোনা কোচের এই পরামর্শ উড়িয়ে দিয়েছেন রোসেল। তিনি মনে করেন, এ জুটির জ্বলে উঠতে মোটেই সমস্যা হবে না।
উল্টো কনফেডারেশন্স কাপের আগেই নেইমারকে কিনতে পারায় খুবই সন্তষ্ট বার্সেলোনা সভাপতি।
“একদিক থেকে নেইমারকে কনফেডারেশন্স কাপের আগেই কিনতে পেরে আমরা সৌভাগ্যবান।”
কনফেডারেশন্স কাপের আগে ৫ কোটি ৭০ লাখ ইউরোতে ব্রাজিলের সান্তোস থেকে ব্রাজিল তারকাকে কিনে নেয় বার্সেলোনা। এর পরপরই অনবদ্য খেলে ব্রাজিলকে হ্যাট্রিক শিরোপা জেতানোর পথে নেইমার হন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।