আমাদের কথা খুঁজে নিন

   

নিউ ইয়র্কের কেনেডি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার!

এ আয়োজন আন্তর্জাতিক সন্ত্রাসীদের ঠেকাতে নয়, নিরীহ কচ্ছপের হাত থেকে বাঁচতে! সাম্প্রতিক বছরগুলোতে ‘ডায়মণ্ডব্যাক তেরাপিন’ প্রজাতির কচ্ছপেরা নতুন বাসার খোঁজে জ্যামাইকা উপসাগর থেকে উঠে আসছে, আর ব্যস্ততম নিউ ইয়র্ক শহরের ব্যস্ততম এই বিমানবন্দরের রানওয়ের আশপাশেই তাদের কাঙ্খিত ঠিকানার সন্ধান পাচ্ছে। বিমানবন্দরের কর্মীদের গত বছরের প্রজনন মৌসুমে রানওয়ে থেকে কচ্ছপ সরাতে গলদঘর্ম হতে হয়। ওই বছর রানওয়ে থেকে মোট এক হাজার তিনশ’ কচ্ছপ সরিয়ে বিমান চলাচল নির্বিঘ্ন রেখেছেন তারা। যুক্তরাষ্ট্রের দৈনিক ‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, ৮ ইঞ্চি উচ্চতার বেড়াটি তৈরিতে প্লাস্টিকের পাইপ ব্যবহার করা হচ্ছে। সেটা কচ্ছপদের রানওয়ে থেকে দূরে রাখবে বলেই আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।