শুভ সকাল প্রিয়া সাররাত নিদ্রাহীন কাটলো শেষরাতে চোখের পাতা জুড়ে ঘুম এলো তোমায় বলব বলে ভাল বাসব বলে ঘুমায়নি সারারাত। চোখের পাতায় তোমার মূর্তি মনের পাতায় তোমার স্মৃতি জাগরণে কিংবা গভীর ঘুমে প্রচন্ড কোলাহলে পিনপতন নিরবতায় তুমি সঙ্গী আমার ইচ্ছে প্রিয়া তুমি শত চুম্বনের তৃষ্ণায় তৃষ্ণার্ত এই আমি । কত যে রাত গেল! কত যে প্রহর গেল! কত শিশির বিন্দু নিরবে পড়েছে ধূলোর সাথে মিশে গেছে কয়েকটি পড়েছে দূর্বাঘাসে। কত যে প্রেম সপেছি তোমায় শিশির পাতের নিরবতায়। প্রতিটি রাতে তোমার স্কন্ধে চুমো আঁকবো বলে তোমার সুনিবিড় সঙ্গ মধুর আলিঙ্গন আকাঙ্ক্ষায় উদ্বেল আমি স্বপ্নচারী বিবাগী বিরহী সাধক। অদৃশ্য দেবী কামের আঁধার চ্ন্দ্র তুমি হাজার তারা মাঝে হৃদয়ে আমার আজই নবযৌবন রাগে সে কি প্রেম নয়? প্রখর সূর্যের যাত্রা শুরুর বেলায় তোমাকে অভিবাদন হিয়া; সুখে থাক নিরন্তর .........শুভসকাল প্রিয়া ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।