তবু তুই রয়েছিস বলে, ঘাসফুলে জল দোলে... তোমার স্বপ্নের সীমানায় নিজেকে খুঁজে মরি। স্বপ্নের অলিগলিতে তোমার হাজার রকমের রঙ ছড়ানো। আমি নিতান্তই সাদাকালো মানুষ, সেখানে নিজেকে কিছুতেই- দেখার মতো প্রকাশ্য করে মেলতে পারিনা। একটা জীবন তোমাকে লেখে দিয়েছিলাম অন্ধভাবে। আর তুমি সেই থেকেই লেগে আছো- আমাকে অন্ধ বলেই প্রমানিত করতে! প্রকৃতির নিদারুণ হেয়ালিপনা ভর করেছে তোমার অস্তি-মজ্জায়। যাকে ছাড়া একমুহুর্তও থাকতে পারোনা; তাকেই আবার বাক্য ছুড়িতে কেটে কুটে লবণ মাখো! তোমার স্বপ্নের সীমানায় নিজেকে খুঁজে মরি। আমাকে ছাড়া তুমি পূর্ণ না; আবার আমাকে নিয়েও তুমি অতিষ্ট! আমি কেবল রোদজ্বলা বাস্তবতার পৃথিবীতেই তোমার ছায়ার আড়ালে থাকি। আর তোমার রঙিন প্রেমের বারান্দায় ভীড় করে তোমার ফেলে আসা অতীত। নীল বিরহের কথকথা তোমার ভালো লাগবেনা। জমে জমে স্তুপ হয়ে যাওয়া কথাদের তাই বন্দি করে রাখি... সুন্দর থাকতে চাই, তাই চুপ থাকি...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।