আমাদের কথা খুঁজে নিন

   

= অভিপ্রায় =

আকাশ ভরা তারায় জোছনা মাখা ধরায় ফুল ফোটা এই ভোরে ঘুম হরা ওই সুরে পাই যেন গো তোমায় ! শিশির ঝরা এ ঘাসে হৃদয় ছোয়া বাতাসে পাহাড়ের ও ঝরণে নদী ঢেউ কলতানে পাই যেন গো তোমায় ! বৃষ্টি ভেজা কাঁচা বনে মন দোলা মধুগানে শরতের সাদা মেঘে বৈশাখি মাতাল বেগে পাই যেন গো তোমায় ! সোনালি ধানের ক্ষেতে বসন্তের উষ্ণ বাতে রূপসি বাংলার রূপে পাই যেন গো তোমায় ! হে তরুণ,তুমি হবে- আগামির ভব নভে- অরুণ ।তোমাতে জয়; তুমি শ্রীযুগে অক্ষয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।