মানুষ সব পারে কিন্তু একজন মানুষ সব পারেনা । ঢেউ কাব্য বন্ধুর মাটিতে সংকটাপর্ণ অস্তিত্ব বিষাদ ভর করুক প্রান্ত বদল করা সতেজ প্রানে, ক্রন্দন বয়ে মুছে দিক সে বিষাদ । রক্তকরবী তোর নেশার মাতন্ড, আর আমি পুলকিত হয়নি হয়তো হয়েছিল অন্য কেউ তৃতীয়া ধারায় । এক দ্বিচক্রযানেই ব্যপিত অর্ধসম জীবন বন্ধু মনে রাখিস প্রতিটি দিন । যদিও তোর দৈর্ঘ্যরে বিপরীতে এই আমি কালচে আর কুৎসিত অন্ধকার আমার মন, আর নতুন প্রশস্ত পথের সন্ধানী দ্বিচক্রযানে আমরা । ছুটেছিলাম পথ থেকে পথে দুরন্ত বেগে, গঞ্জেশাফা গন্তব্যে মলিন চোখ গুলো দেখার নেশা তখন রক্তকরবীর মাতন্ড । আমার দুহা’তে যে চিঠি ভরা খাম বন্ধু সেটা তোর ভালোবাসার ঢেউ কাব্য । জোনাকির ঐ আলো নয় তোর জ্বলজ্বলে চোখগুলোই আমার প্রিয় ছিল, চৌরাস্তা, সাতমাথা আর কোথায় বন্ধু ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।