আমাদের কথা খুঁজে নিন

   

আমি ভূত বলছি।

শেষ বারের মতো সতর্ক করছি... মাঝে মাঝে মোবাইলের নেটওয়ার্কে সমস্যা হলে নিজের কন্ঠ নিজের কাছে ফিরে আসে। আমার এটা মাঝে মাঝেই হয়। এর একটা ভাল দিক আছে নিজের কন্ঠ মোবাইলে কেমন শুনায় ,এটা শুনা গেল। প্রথম যখন হয়েছিল আমি খুব আশ্চার্য হয়ে ছিলাম। এটা কি আমার কন্ঠ? সস্তা একটি ডুয়েল সিমের মোবাইল কিনলাম।

কিছু দিন পরেই একটা সমস্যা দেখা দিল। ভয়েসের মাঝে এফেক্ট কাজ করছে। একটি ভুতুরে শব্দ হচ্ছে। কথা বলি আমি অন্য প্রান্তে শুনে ভূতের গলা। কি বিপদ।

অনেক বার নরমাল করার চেষ্টা করলাম। কিন্তু যেই লাউ সেই কদু। আমিও ফোন রিসিপ করে বলি আমি ভূত বলছি। পরে জানলাম এটা ভাইরাস প্রবলেম। এবঙ একজন একটা টাইগার খাওয়ানোর বিনিময়ে ঠিক করে দিল।

গকাল সন্ধা থেকেই গলাটা খুশ খুশ করছে। সকালে ঘুম থেকে উঠে কাজ করছি। আমি যেহেতু একলাই থাকি তাই রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার আগে সকালে কথা বলতে হয়না। সকালে রেস্টুরেন্টে গিয়ে বল্লাম লুচি ডাল দাও। এবার ছেলেটা আমার দিকে করুন চুখে তাকিয়ে লুচি ডাল দিল।

বল্লাম এক গ্লাস গড়ম জল দাও। দিল । এবার জানতে চাইল কয় গ্লাস জল দিব। লুচি কি আরো দেব? আর একটু ডাল দেই। আগে কখনো এমন অপ্যায়ন দেখি নাই।

আমার গলার স্বর যে পরিবর্তন হয়েছে এইটা সে মনে হয় এখন উপভোগ করছে। বিল দেয়ার সময় ম্যানেজার জানতে চাইল গলার স্বর কি করে পরিবর্তন হলো? আমি হেসে বিদায় নিলাম। কথা বলতে কষ্ট হচ্ছে । কিছু ক্ষন পরে এক বন্ধুকে ফোন করলো। সে বারবার আমার নাম জানতে চাইছে।

মহা ঝামেলা। তোর মোবাইলে কি আমার নাম সেভ নাই? আছে । আমি মনে করেছিলাম তোর মোবাইল ছিনতাই হয়েছে। অন্য কেউ ফাইজলামী করছে। তো তোর কণ্ঠ এমন হলো কি করে? এতো বিপদে পড়া গেল।

কে হলফ করে বলতে পারবে তার জীবনে সর্দি কাশি হয় নাই? আর গলর স্বর পরিবর্তন হয় নাই? তবু কেন যে প্রশ্নটা করে মাথায় আসেনা। একটু পরে ফোন করলাম আমার এক বড় আপাকে। তিনি তো খুবই খুশি। বাহ তোমার কন্ঠটাতো খুব সুন্দর। কত ভরাট কন্ঠ।

কি করে হলো? আশ্চার্য? এবার আর রাগ করলাম না। বললাম আমার নিজের চিঁচিঁ কন্ঠটা শুনতে ভাল লাগছিলনা। আর নিজের এক গুঁয়ে কন্ঠ শুনতে কার ভাল লাগে? তাই রাত্রে এটা পরিবর্তন করেছি। আপনার পছন্দ হয়েছে? আর একটু টিউনিং করলে আরো সুন্দর করা যাবে। (গতকাল থেকেই তো কাশি শুরো কয়দিন যায় বলা তো যায়না ।

কন্ঠতো আরো খারাপ হতে পারে। অগ্রীম জানিয়ে রাখলাম। ) আমি যখন কৈশরে পা দিলাম। ৭ম/৮ম শ্রেণীতে পড়ি। স্কুল ছুটির পর কথা বলে বলে আসছি।

হঠাৎ করেই আমার কন্ঠ পরিবর্তন হয়ে যায়। ঐটা ছিল স্থায়ী পরিবর্তন। এমন হঠাৎ করে পরিবর্তন হওয়াটা আগে কখনো শুনি নাই। কিন্তু আমার ক্ষেত্রে হলো। প্রথমে ছেলেরা ভাবলো আমি দুষ্টমি করছি।

কিন্তু যখন কয়েক দিন পর্যন্ত কোন পরিবর্তনের আভাস দেখলনা তখন মেনে নিল। আমিও অপেক্ষায় ছিলাম। বলা যায় শেষ পর্যন্ত আমিও মনে নিলাম। এখন কেউ আমার গলার চমৎকার ভোকালটা শুনে এই প্রশ্নটা করলেই বলে দেই। এক গুঁয়ে কাটানোর জন্য একটু পরিবর্তন করলাম।

আপনার কি ভাল লেগেছে?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।