আনন্দবতী মেয়ে আমি হাওয়ায় উড়াই চুল,চোখের ভেতর ছলাৎ ছলাৎ মনের ভেতর নীল ঘাসফুল বেঁচে থেকে বারবার বলেছি আমি আবার আসবো রক্তের প্রবল ধারায় বিপ্লবী মন আমার ভেতরে ভেতরে আগুণ জ্বালায় হেরে যেতে আসিনি আমি বারবার তাই এগিয়ে আসি বারবার তাই শ্লোগান দেই একলা এবং আমার সব আমাকে নিয়ে আমার মিছিলে বদল হবে আমাদের ভাবনার বদল হবেই অপমান সইতে সইতে সয়ে গেছি কিন্তু মাথা নোয়াইনি মিথ্যে বলিনি সত্যের কাছে অস্ত্রশূণ্য হাতে যুদ্ধ করেছি মুষ্ঠির ভেতরে লাল গোলাপের বদলে লাল রুমাল বেঁধেছি বারবার কঠিন হয়েছে চিবুক তবুও মুক্তির গান গেয়েছি কন্ঠ ছেড়ে ভালোবেসে কাছে টেনেছি রমণীসুধায় ভাসিয়ে দিয়েছি ঘৃণাভরে ছুঁড়ে ফেলেছি আমি তথাকথিত প্রেমিকা নারী নই আমি বিপ্লব আমি বিশাল দ্বন্দ্ব এক নিজেকে না-চেনা, না-বোঝা এক মায়াবী মানুষ বোহেমিয়ান নারী তবু শোনো এই মন থেকে বলছি তোমার মতো শুদ্ধতা আর কোথাও পাইনি হে আমার শুদ্ধ পুরুষ আমায় আকন্ঠ পান করো তোমার স্পর্শে স্পর্শে আমার নতুন এক জন্ম হবে কেবল একটিবার হাত বাড়িয়ে ডাকো দেখে নাও এখানে বিপ্লবের পাশাপাশি একটা দীর্ঘশ্বাস শুয়ে আছে কাছে টেনে নাও চুপিচুপি বলে রাখি মনে মনে আমি তোমারই বুকে মাথা রাখি তোমারই রঙেই আমি নীল হই ইতারব্যাক,ব্রাশেলস,বেলজিয়াম ১১ ডিসেম্বর , ২০১০ ইং Click This Link | নীল ভালোবাসা]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।