আমাদের কথা খুঁজে নিন

   

পথে হেটে যাব বহুদূর....

ধর্মান্ধ এবং নাস্তিকরা দূরে থাকুন… ইচ্ছে করে হারিয়ে যাই কোন অচেনা পথে। নিরব নির্জন সেই পথ। দুপাশে সবুজ মাঠ। দিগন্তে মিশবে আকাশ। সুভ্র মেঘ উড়ে যাবে আকাশে।

হাটতে হাটতে যখন ক্লান্ত হয়ে পড়ব; বসে বিশ্রাম নেব কোন শীতল বটতলায়। গাছের শাখে বসে গান গাইবে কোন কোকিল। হঠাত্‍ উঠে দাড়ব। আবার হাটতে থাকব। সূর্য হেলে পরবে পশ্চিম আকাশে।

চলবে সূর্য মেঘের লুকোচুরি খেলা। এক সময় পৌছে যাব কোন নদীর ধারে। অলস মাঝি তীরে বসে বাঁশি বাজাবে। গোধুলির সময় ক্লান্ত মনে বসে স্মৃতিয় পাতায় খুজব তোমায়। রাত ঘনিয়ে আসবে।

চাঁদ মামাও পূবের আকাশে উকি দিবে। মাদকতাময় জোছনা রাতে একা আমি হেটে যাব নির্জন গ্রাম্য পথে। দূরে শেয়াল ডাকবে। জোছনার আলো ছায়া নকশা করে দিবে শুকনো সাদা বালুময় পথে। আমি শুধুই হেটে যাব।

আকাশে জমবে মেঘ। ক্ষণিকের মাঝে ভিজিয়ে দিয়ে যাবে ধরণী। আমি শুধুই হেটে যাব। এক সময় চাঁদ ডুবে যাবে। পূর্ব গগনে দেখা যাবে সূর্যের আলো।

আমার পথ শেষ হবে না। হেটেই যাব আজীবন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।