রোজ সকালে ঘুম ভেঙে উঠেই নিজেকে আবিষ্কার করি এক ঝাঁক ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি পরীবাচ্চাদের বাগানে। যার যত মন খারাপই থাকুক না কেনো এই পরীবাচ্চাদের হাসিখুশী মুখ আর দুষ্টুমীগুলো দেখলে আর তাদের কোমল হাতের আলতো পরশে নিমেষেই তা যে দূর হয়ে যাবে লক্ষ কোটী যোজন, সে আমি নিশ্চিৎ।
রুপকথার এমন একটা গোলাপী পরী যখন তাকায় আমার দিকে ঠিক এইভাবে, তখন ইচ্ছে করে উড়ে যাই ওর হাত ধরে কোনো দূর অজানার দেশে। যেখানে নেই কোনো দুঃখের ছায়ামাত্র, কোথাও কোনোখানে!
এই তো সেই রেড রাইডিং হুড!! শুধু জামাটাই বদলেছে আজ। পরেছে আজ হলুদ রঙের হুডহীন ফুলফুল জামা!!!
এ যেন সেই ছোট্ট মিষ্টি গোল্ডিলকসটাই।
উঠে এসেছে বই এর পাতা থেকে। জুলুজুলু দুষ্টু চোখে চেয়ে দেখছে এই অবাক পৃথিবীটা!!!
যাইহোক সেদিন সন্ধ্যায় ওরা বসিয়েছিলো নাচগানের আসর। ওদের গান, নাচ আর ছড়ার মিঠেল ছন্দে আকাশের তারারাও হয়েছিলো মুগ্ধ , নির্বাক!!!
আর তাইতো টুইংকেল টুইংকেল তারারাও আকাশ থেকে নেমে এসে ধরা দিয়েছিলো ওদের ছোট্ট হাতের মুঠিতে।
এই ছোট্ট মিষ্টি পরীটা সেদিন তার তুলতুলে বেড়াল ছানাটা আমার কাছে এনে বলেছিলো, একটা ছড়া বানিয়ে দিতে। আর তাই তার জন্য বানালাম আমার জীবনের প্রথম ইংলিশ ছড়া।
( এই সাহসের জন্য অবশ্য সামুকে মনে মনে কৃতজ্ঞতা জানাই। ছড়া টড়া লিখতে ইদানিং আমি আর কোনোখানেই ভড়কাই না)
I have a pussy cat It's so small
It plays with a woolen ball
trip trap trim trom trin trin tron
he plays whole day all alone.....
পিচ্চি পরীগুলো তাদের পেট এ্যনিম্যালগুলোকে দারুণ ভালোবাসে। তাই তো এই পরীটা গাইলো তার বানি রাবিটটাকে নিয়ে এই গান।
Hello Mr bunny rabbit
will you have some tea
Oh no thank you not for me......
I would rather have a carrot
but I wont have tea...........
http://www.youtube.com/watch?v=7KJOR16NXig
ইনাইয়া পরীটা তার ছোট্ট কুকুরছানাকে ছাড়া কিছুই খেতে চায়না। তবুও তার দুষ্টু ছানাটা ওর কোনো কথাই শোনেনা।
My little puppy's name is Rags.
He eats so much that his tummy sags.
His ears flip flop and his tail wig wags.
And when he walks he goes zig zag—
Click This Link
নাজিবার ব্ল্যাক হেন তো ভীষন লক্ষী । রোজ নয়টা বা দশটা করে ডিম দেয়। তাইতো খুশীতে নাজীবা গাইলো।
Hickety pickety my black hen
She lays eggs for gentlemen
Sometimes nine and sometimes ten
Hickety pickety my black hen
http://www.youtube.com/watch?v=OE0v4lJiJ8E
সুমাইরার সবুজ বরন টিয়াটা ভীষন বুদ্ধিমতী আর তাই তার গান তাকে নিয়েই।
My parrot is green and has a red beak
She loves to sing and loves to speak
She likes to eat red chilly
She is wise and not silly..........
রিয়েল রাইমটার লাইনগুলো অবশ্য আমি একটু অদল বদল করে দিয়েছি ওর গাইবার সুবিধার্থে।
তাই লিন্ক পাওয়া গেলোনা আর পেট কিটেন রাইমটা তো আমারই রচিত কাজেই নো লিন্ক ফর দিজ টু রাইমস।
শুধু তাই নয়, রবিঠাকুরের কবিতার বই থেকে দেখি উঠে এসেছিলো সেই ছোট্ট বীর পুরুষটা!!! যে কিনা মাকে নিয়ে পাড়ি দিয়েছিলো দূর তেপান্তরের পথে........
মনে করো যেন বিদেশ ঘুরে
মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
তুমি যাচ্ছো পালকীতে মা চড়ে
দরজা দুটো একটুকু ফাঁক করে।
অন্ধকারে দেখা যায়না ভালো
তুমি যেনো বললে আমায় ডেকে
দিঘীর ধারে ঐ যে কিসের আলো!
এমন সময় হারে রে রে রে রে
ঐ যে কারা আসতেছে ডাক ছেড়ে...
তুমি ভয়ে পালকীতে এক কোনে
ঠাকুর দেবতা স্মরণ করছো মনে
বেয়ারাগুলো পাশের কাঁটা বনে
পালকী ছেড়ে কাঁপছে থরো থরো।
আমি যেন বলছি তোমায় ডেকে
আমি আছি ভয় কেনো মা করো?
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে
ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে
কি ভয়ানক লড়াই হলো মা যে
শুনে তোমার গাঁয়ে দেবে কাঁটা
কত লোক যে পালিয়ে গেলো ভয়ে
কত লোকের মাথা পড়লো কাঁটা
এত লোকের সঙ্গে লড়াই করে
ভাবছো খোকা গেলোই বুঝি মরে?
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে লড়াই গেছে থেমে।
এই সেই পালকী যেটাতে করে মা খোকার সাথে চলেছিলো দূর অজানার পথে।
http://www.mediafire.com/?p0qxdljkmkwi7x3
আর এটাই সেই কবিতা....... যার সাথে সাথে বীরপুরুষ খোকা ছুটে গিয়েছিলো তেপান্তরের মাঠে.....
আর এই সেই টিচারের খোঁপায় গোঁজা সাদা গোলাপফুল। মানে যে এসব নাচ, গান আর ছড়া বাচ্চাদেরকে শিখিয়েছিলো.....
যাইহোক অনেক হলো পরীরাজ্যের গল্প, এইবার এই ব্লগের সব ভাইয়া আপুনিদের বাবুদের জন্য একটা গল্প........
http://www.mediafire.com/?kczbfzjlqme467m
কিন্নরী(জানা আপু) সোহামনি( রেজুমনি) সারাহমনি( রিমঝিম বর্সা) জাফনামনি( শ্রাবন আপু) ফারিহানবেবি ( খলিল মাহমুদভাইয়া)আদিত্য, বাবুসোনা(স্বপ্নজয় ভাইয়া)মাহাদী( রুবেল শাহ ভাইয়া) রাইসা ( ইমন জুবায়ের ভাইয়া)সৌহার্দ্য,শুভার্থী ( সামসা আকিদা আপু) নাফি ( চাচামিয়া)জাওয়াদ(নির্ঝরিনী আপু)প্রত্যুষ (উধাও ভাবুক) ফারহিনমনি( ম্যাভেরিকভাইয়া) স্বচ্ছ ( মাহীমনি) তাহামিদ( বৃষ্টিভাইয়া) ও অন্যান্য নাম না জানা সব বাবুদের জন্য আমার এই গল্পটা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।