আমাদের কথা খুঁজে নিন

   

সেম টু সেম (চান্দি ছিলা)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/ ১ মিনিট ১০ সেকেন্ডের জিপির এই এডটির ঠিক ৩৩ সেকেন্ডের ডায়ালোগ ....''বরিশাল কোন্হানে? : কাউচার চর এ তুই দেহি মোর এলাকার পোলা : ওরে মোর সুবানাল্লাহ, মে ভাই কাউআর চর, মুইও কাউআর চর, মে ভাইর চান্দি ছিলা , মুইও তাইলে চান্দি ছিলা, এবারে সেম টু সেম, আমরা আমরাই তো' ...নিজেদের মধ্যে ব‌্যাপারটাই অন্যরকম দাবীর সম্পর্ক, গ্রামীণ ফোনের সোয়া চার কোটি পরিবারে কল রেট এখন সোয়া চার পয়সারও কম ...শুধু রাতে নয় দিনেও....." -----এই চান্দি ছিলা এড দেখে আর সেম টু সেম ...টাইপ ডায়ালোগ শুনে কি কোন দর্শক মনে করতে পারে না, 'আমি চান্দি ছিলা , নেচারের কাছে ধরা খাইছি, ভাইজানও তাই, সেম টু সেম---আমি জিপি ইউজার, ধরা খাইছি, ভাইজানও তাই....সেম টু সেম!'

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।