আমাদের কথা খুঁজে নিন

   

PDF Creator দিয়ে সেইভ করুন আপনার কাঙ্ক্ষিত সামু ব্লগ এবং পড়ুন নেট ছাড়াই।

সহিষ্ণুতাই দুর্বলের শেষ আশ্রয় প্রথমেই বলে নেই টেঁকি পোষ্ট লেখার জন্য যে জ্ঞান থাকা প্রয়োজন তা আমার নেই। ব্লগ সেইভ এবং তা অফলাইন এ পড়া নিয়ে অণুজীব ভাই এর দুটি পোষ্ট দেখে মূলত আমি যেভাবে ব্লগ সেইভ করি এবং তা পরে অফলাইন এ পড়ি, তা জানাতেই আমার এই প্রয়াস। আমাদের প্রায় সকলের পিসিতেই PDF Reader সফট টা আছে বলে মনে করি। যাদের নেই তারা এই লিঙ্ক থেকে নামিয়ে নিন। যেকোনো পিডিএফ ফাইল পড়ার জন্যই এটার প্রয়োজন হবে।

এখন আমাদের প্রয়োজন PDF Creator সফট টি। এটি এই লিঙ্ক থেকে নামিয়ে নিন। এর মাধ্যমে যেকোনো ওয়েব পেজ এবং ওয়ার্ড ডকুমেন্ট কে PDF ফাইল এ কনভার্ট করতে পারবেন। সফট দুটি নামিয়ে স্বাভাবিক নিয়মে ইন্সটল করে নিন। এবার আসল কাজ শুরু করা যাক।

সামুতে আপনার কাঙ্খিত ব্লগ যেটি আপনি পরে পড়া বা ডকুমেন্ট হিসেবে সেইভ করতে চাচ্ছেন তাতে প্রবেশ করুন। ব্লগের শেষে নিচের ছবির মত প্রিন্ট অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের ছবির মত নতুন একটি উইন্ডো পাবেন। সেখানে প্রিন্টার হিসেবে PDF Creator কে সিলেক্ট করুন এবং ok ক্লিক করুন।

(ছবির মত) এরপর নতুন উইন্ডো ওপেন হলে সেইভ বাটন ক্লিক করুন। (ছবির মত) এরপর নতুন উইন্ডো ওপেন হলে সেখানে ফাইলটি কি নামে এবং কোথায় সেইভ করবেন তা সেট করে সেইভ বাটন এ ক্লিক করুন। (ছবির মত) কিছুক্ষনের মধ্যেই দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্লগ PDF format এ ওপেন হয়েছে। আপনার কাজ শেষ। এটি আপনি যখন তখন ইচ্ছে মত পড়তে পারবেন।

নেট থাকুক বা না থাকুক। এই প্রিন্ট অপশনটি সামু ছাড়াও অন্যান্য ব্লগ সাইটেও থাকে। এছাড়া প্রথম আলো তেও আমি দেখেছি। এছাড়া অন্য কোন ওয়েব পেজ সেভ করতে আপানার ব্রাউজার এর মেনু বারের “ফাইল” ট্যাব হতে প্রিন্ট অপশন এ ক্লিক করে সেইভ করে নিতে পারেন PDF ফরমেটে। (এম এস ওয়ার্ড এর ক্ষেত্রেও একই)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।