আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো অনেকে মজা করার জন্য ফেসবুক বা ব্লগ এ বীভৎস দুর্ঘটনার ছবি,ভয়াবহ ভৌতিক ছবি শেয়ার করে থাকেন।কেউ এগুলো পেজ এ,গ্রুপ এ শেয়ার করে দেন। আমাদের বোঝা উচিত,সবার সহ্য ক্ষমতা এক নয়।আপনার শেয়ার করা ছবিটি যে একজন হৃদরোগী,উচ্চ রক্তচাপের রোগী দেখছে না এর কোন গ্যারান্টি কি আপনি দিতে পারবেন?তারা যদি এই ছবি গুলো দেখে অসুস্থ হয়ে যায় সে দায়ভার কি আপনি নেবেন? এমন অনেকেই আছেন দুর্ভাগ্যক্রমে যারা নিজেরা অথবা তাদের পরিবারের কেউ দুর্ঘটনার শিকার হয়েছেন।একটি বীভৎস দুর্ঘটনার ছবি ঐ মানুষগুলো কে কতটা মানসিক যন্ত্রণা দেয় তা কি একবার ভেবেছেন? আসুন আমরা সামান্য মজা করার জন্য অপরের অসুবিধার কারন না হই। গ্রুপ বা পেইজ এর মত পাবলিক প্লেস এ এইধরনের ছবি প্রকাশ করতে বিরত থাকি।যদি একান্তই এসব ছবি দিতে হয়,তাহলে নিজের প্রোফাইলএ প্রাইভেসি সহকারে ছবি প্রকাশ করুন,দয়া করে এধরনের বিকৃত ফান থেকে বিরত থাকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।