নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক
আমি সামুতে লিখি। কেনো লিখি? জানিনা। শুধু জানি, আমি চলে গেলে আমাকে আর সামুর দরকার নেই। আমি আর পোষ্ট দিয়ে সামুকে হিট এনে দেবোনা। তাই আমি তখন সামুর কেউ নই।
কিন্তু চলে যাবার আগে আগে, আমি হাত পেতে ভিক্ষা চাইতাম। সামুর হিট বাড়তো। আমি তা করবোনা। সামুর অনেক রাগ হবে, আমার উপর। আমি সামুকে কাঙ্খিত হিট থেকে বঞ্ছিত করেছি।
তাই সামু আমাকে আর মনে রাখবেনা। আমার জন্য শোকার্ত হবেনা।
তাই আমি চলে গেলেও, আমার ব্লগার ভাইয়েরা আমাকে নিয়ে পোষ্ট দিবেন। কাঁদবেন। তাতে সামুর কি আসে যায়।
সদ্যপ্রয়াত ব্লগার টিপু ভাইয়ের
জন্য কালোব্যাজ ধারন না করলে, আমি সামু হতে মুখ ফিরিয়ে নেবো।
*** সর্বশেষ আপডেটঃ ব্লগারদের দাবীর মুখে টিপু ভাইয়ের স্মরণে পোষ্ট স্টিকি হয়েছে। সোনিয়া আপুকে অনেক ধন্যবাদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।