সত্য কখনো লুকানো যায় না
আগামী ১ ডিসেম্বর ঢাকায় শুরু হচ্ছে এশিয়ার অন্যতম তথ্যপ্রযুক্তি মেলা ই-এশিয়া। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনের এ আয়োজন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের ই-এশিয়া সম্মেলনে ৩০টি দেশের ৯০ জন এবং বাংলাদেশের ৬০ জন বিশেষজ্ঞ অংশ নেবেন। এ ছাড়া বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন প্রতিনিধি যোগ দেবেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) এই আয়োজনে আইসিটি পণ্য ও সেবা প্রদর্শনী, ৩০টি সেমিনার এবং বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক উপস্থাপনা তুলে ধরা হবে।
সেমিনারের সময়সূচী ডাউনলোড করুন এখান থেকে ।
এর মধ্যে ৩রা ডিসেম্বর সকাল ১১:৩০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে ফ্রিল্যান্সিং বিষয়ক সেমিনার। যেখানে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের নানা সম্ভাবনা, সমস্যা নিয়ে খোলাখুলি আলাপ-আলোচনা করবেন দেশ-বিদেশের আউটসোর্সিং বিশেষজ্ঞরা। উক্ত সেমিনারে যোগ দিতে ঢাকায় আসছেন বিশ্বের অন্যতম অনলাইন আউটসোর্সিং সাইট ওডেস্ক’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার।
মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সূত্রে থেকে বলা হয়েছে, ওডেস্ক’র প্রধান অপারেশন কর্মকর্তা (সিওও) ম্যাট কুপার সম্মেলনের মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও উপস্থিত থাকবেন ক্রোয়েশিয়া, ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের শীষস্থানীয় তরুণ ফ্রিল্যান্সাররা।
গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তবে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর রেজিস্ট্রেশন করা যাবে ২১ থেকে ২৫ নভেম্বর অনুষ্ঠেয় বিসিএস মেলার ই-এশিয়া স্টল থেকে। এছাড়া ছাত্ররা মাত্র ৫০০ টাকা দিয়ে সবগুলো সেমিনারের প্যাকেজ হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।