আমাদের কথা খুঁজে নিন

   

এলএল.এম.-র কোর্স চয়েজ--- হর্ণস অব ডিলেমা!

না বলা কথা... [বি:দ্র: এই ব্লগটি কাউকে না পড়ার জন্য অনুরোধ করিছ। এটি একান্তই ব্যক্তিগত ব্লগ। ধন্যবাদ। ] ২৪ নভেম্বর ২০১১ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ময়ূর ভিলা মোহাম্মদপুর ঢাকা প্রিয় মৃন্ময়ী, হর্ণস অব ডিলেমা--- একটি ইংরেজি ফ্রেজ। এর বাংলা অর্থ 'উভয়সংকট'।

বর্তমানে আমি উভয়সঙ্কটে রয়েছি। এলএল.এম. এর ক্লাশ শুরু হয়েছে গত ১৩ নভেম্বর। ১৪টি কোর্স অফার করা হয়েছে। এর মধ্যে থেকে যেকোনো ৫টি নিয়ে 'জেনারেল' অথবা বিভিন্ন গ্রুপ থেকে কোর্স চয়েজ করে 'স্পেশাল' মাস্টার্স করতে হবে। (পেটে প্রচণ্ড ক্ষুধা।

এখন লিখতে পারছি না। এখন লোরেন আপুর বাসায় বনানী যাবো। আগামিকাল এই পোস্টে এখান থেকেই লেখা শুরু করব। ) (...অসমাপ্ত) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।