এডিট করুন। দালালের বাচ্চা মালু। তোদের কারণে ইমোশনাল পাব্লিক সাধারণ হিন্দুদের উপর ক্ষ্যাপে। তোরা হিন্দুদের সবচেয়ে ক্ষতি করতেছিস।
সে কাপ্তাই বাধের সাথে টিপাইমুখের তুলনা দিল।
অথচ, কর্ণফুলী নদী অল্পদুর গিয়েই সাগরে পড়ে। জনপদে এর ইফেক্ট কম, চর পড়ার সম্ভাবনা নাই। বরাক নদী পুরা বাংলাদেশ ঘুরে সমতলের ভিতর দিয়ে মেঘনা নামে সমূদ্রে পড়ে। এখানে বাধ হলে পুরা ব-দ্বীপ ধ্বংশ হয়ে যাবে।
কর্ণফূলী পুরা পাহাড়ী নদী, এর তলদেশ খাড়ি যা শক্ত এবং দুই পারের থেকে অনেক গভীর।
এছাড়া এটা সরু নদী, পানি পুরা দ্রুত চলে, কোন চর পরার সুযোগ নাই।
মেঘনা পুরা পলির নদী, পানি কমলেই চর পড়বে। বর্ষায় পানি বড়লেই চরের কারণে পানি পাশের সমতল (যার উচ্চতা নদীতল থেকে খুব বেশী না) সহজেই প্লাবিত করবে।
সবচেয়ে বড় কথা কাপ্তাই বাধ ভাটির লোকদের প্রয়োজন মতো খোলা-বন্ধ করা হয়। তোর আছিলা বাপরা টিপাইমুখের কন্ট্রোল তোর হাতে দিবে?
..........
দালালের পোস্ট এখানে:
Click This Link
শালার দালাল, তোর ১৪ গোষ্ঠী মালুল্যান্ডে পাঠাইতেছি।
দাড়া আইতাছি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।