রক্তে আমার বিষের নেশা, উৎফুল্ল আমার চেতনা, প্রতিরোধের পালা এবার, মুখবুজে আর সইব না... ***একটি মজাদার পিকনিক গেম- "ট্রুথ অ্যান্ড ডেয়ার"***
অনেক দিন পর পোষ্ট দিচ্ছি।
পিলিজ লাগে কেউ গাইলাইয়েন না...
সবাই গোল হয়ে দাড়াবেন।
মাঝখানে একটা খালি বোতল ঘুরিয়ে ছেড়ে দেবেন।
বোতল থামার পর যার দিকে বোতলের মুখ থাকবে তাকে জিগ্ঙেস করবেন ট্রুথ না ডেয়ার?
যদি বলেন ট্রুথ তবে এমন প্রশ্ন করুন যাতে উনি লজ্জায় পরেন।
যেমন--
আপনি টোটাল কটা প্রেম করেছেন?
প্রথম লাভারের নাম কি?
শীতকালে রোজ স্নান করেন?
ছোটবেলায় পাড়ার বন্ধুরা আপনাকে কি নামে ক্ষেপাত?
ইত্যাদি..।
যদি বলেন ডেয়ার তবে এমন করতে বলুন যাতে উনি লজ্জায় পরেন।
যেমন--
কাউকে প্রোপজ করতে বলুন।
কোন অপরিচিত লোককে দুর থেকে ডেকে "সেলাম সাব" বলতে বলুন।
বাইক ঠেলে নিয়ে যেতে বলুন কিছুটা আর তখন যার সাথেই দেখা হবে তার উদ্দেশ্যে বলতে হবে "তেল কেনার পয়সা নেই"।
আশা করি এনজয় করতে পারবেন।
বাট সবটুকুই ডিপেন্ড করছে প্রশ্নের উপর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।