জগ এই হচ্ছে আমাদের সাংবাদিকগন !!এই হচ্ছে তাদের সাংবাদিকতা !!! '৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনঃ মূল্যায়ন ও পরীক্ষায় কোটা পদ্ধতি বাতিলসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এ সাধারন শিক্ষাথীরা। আর তাতেই তাদের চুলকানি শুরু হয়ে গেল !!! তারা টিভি-তে দেখাতে লাগল,যানজট-যানজটে নাকি পুরা দেশই অচল হয়ে গেছে !! মানুষ যানজটের তীব্রতায় ফুটপাট দিয়ে হেটে যেতেও পারতিছেনা !!হায় হায় দেশ পুরাই অচল করে দিল ??এদের আন্দোলনে জামাত-শিবির/বিএনপি/হেফাজতে ইসলাম জড়িত কিনা তাও হয়ত খতিয়ে দেখে। এই শাহাবাগই তো প্রজন্মচত্তর/২য় মুক্তিযুদ্ধ চত্বর/তারুন্নচত্বর/বিরানি চত্বর/শাহবাগ স্কয়ার?? এখানেই তো দিনের পর দিন,বাঘের চামড়া গায়ে দেওয়া খেকশিয়ার গুলা টাকা/বিরানির/নারীর লোভে (যাই বলি না কেন ),অবরোধ করে রাখত । তখন তো তারা কখনো যানজটের কথা মুখেও আনে নি ,কেন ভাই ? কেন এই দু-মুখোনীতি ?? তখন কি ঢাকাতে মানুষ কম ছিল ,নাকি গাড়ি কম ছিল যে যানজট হয় নাই ??? ন্যায়-নীতি নিয়ে তোদের ভাববার সময় এখন কই, সত্য পা দিয়ে ডোলে,মিথ্যা নিয়ে করিস তোরা হই-হই রই-রই । পা চাটা দালাল তোরা নির্লিপ্ত, আদর্শহীন তোদের কাছে, সৎ সাংবাদিকতা পেশা আজ লজ্জিত। -- হুতুম আকন্দ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।