আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাও বলেছি বলেকি ফিরে আসতে নেই?

I like to hear complain from my readers about my lacks.............................................আমি এক পরী যার ডানাও নেই, আকর্ষনও নেই চলে যাও বলেছি বলেকি ফিরে আসতে নেই? চলেতো গিয়েছ তবুও স্বপ্নেরা, উকি দেয় মোন মনের জানালায়; ফিরেকি আসবেনা আর এই মনের গহিনে রক্তগোলাপ যেখানে নুইয়ে পড়েছে হতাশায়, ফিরে আস যদি না চাও দেখতে নিথর আমায়! আজ লিখব তোমাকে নিয়ে, অনেকদিন পর, কিছু বিষাদক্ষনের কথা। সেদিন তোমাকে নিয়ে ভাবতেই মনে ইচ্ছা জাগল, কেমন হয় যদি তোমার একটা ছবি আকি? তুমি কি ভাবছ? না, নেই তোমার কোন ছবি আমার কাছে, কিন্তু বহু দিবস পুর্বে তোমাকে প্রথম যেদিন দেখেছি, সেদিন থেকেই অনেকটা আমার মনের আয়নায় তুলি দিয়ে আকা হয়ে গেছে। তাই হটাৎ তোমাকে নিয়েই লিখতে বসেছি, তোমার ছবি আকলে কেমন হবে বলত? মনটা বড় খারাপ হয় মাঝে মাঝে, আচ্ছা, তুমি না আমার স্বপ্নপুরুষ? তাহলে তোমাকে নিয়ে কেনো স্বপ্ন দেখিনা? আমার মনের অজান্তেই এক বিশ্বাস ছিল, আমি যখন স্বপ্ন দেখি তখন সেটা সত্যি হবে বলেই দেখি। তবে এ স্বপ্ন সেই স্বপ্ন, যা তুমি ঘুমিয়ে দেখ, জেগে নয়! কত স্বপ্নই না দেখলাম, তাদের মধ্যে প্রায় সবই সত্যি হত, তোমাকে নিয়ে কেনো স্বপ্নেরা ছুটে আসেনা যখন ঘুমিয়ে পড়ি? আজ একটা সত্যি বলি, আমি আমার সর্ব শক্তি দিয়ে তোমাকে দুরে রেখেছিলাম, তোমাকে আমার কাছ থেকে, কিন্তু কেনো জানো? তোমাকে রক্ষা করতে, তোমাকে যেনো কেউ আঘাত না করে, শুধু তোমাকে বাচাতে আমার ভালবাসারা আজ কবরে শুয়ে রয়েছে। আমার মনের মধ্যে তোমাকে বাচিয়ে রেখেছি, আচ্ছা কি ভাবতে আমাকে তুমি? আমার মনের থেকে অনেক দুরে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তার প্রতিদানে আমার সমস্ত জুরে বসেছ তুমি।

মাঝে মাঝে বড় একা লাগে, মনের অজানায় তোমেকে প্রতিক্ষন দেখিন, দেখি তোমার প্রতিচ্ছবি। আমার সর্বকাজে তোমাকে পাই, সেদিন রান্না করেছিলাম, আর আমার সমস্ত অন্তরাত্মা কেবল তোমাকে খুজছিলো চারদিকে, তুমি এসে আমার সামনে খাবে। কিন্তু আশারা কেবল মনেই উকি দেয়, স্বপ্নে নয়! বদলে যেতে চেয়েছিলাম, এখন চাই, মাঝে মাঝে জীবন অর্থহীন মনে হয়, মনে হয় মৃত্যু আমার চারপাশে, শুধু অপেক্ষায় কখন হাল ছেড়ে দেই! আমাকে কি তোমার মনে পড়ে? পরবে কেনো, তাইনা। তুমিতো দেখেছ আমার বাহিরটা, যা সবাই দেখে, আমার মনটাকে দেখতে পেলে আজ হয়ত এতটা ভুল মনে হত না জীবনের চাওয়া। মাঝে মাঝে বড় দুঃখ হয়, অভিমানগুলো নাড়া দেয়।

তুমিকি আমাকে দেখনি, দেখনি আমার মনের চাওয়া? তবে কেনো চলে গিয়েছিলে? আমি চলে যেতে বললেই চলে যেতে হবে? তুমি কেমন ভালবাসো তবে? You've never seen You've never seen the me that loves you. you've never hear me that cries for you. you've never worried for the me that waited alone. you never had tear for the me is dying to see you! you never smiled for me that's passionate to see you; you'll never see each & every hurts I got for you. they'll never heal although my world isn't all about you! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।