আমাদের কথা খুঁজে নিন

   

The Perfect Storm: শ্বাসরুদ্ধকর এক সিনেমা

"অ্যাবসার্ড" শীতের এই বিকেলে একটা ঠাণ্ডা ভাব নিয়া দেখতে বসছিলাম সিনেমাটা। শুরুর দিকে দেইক্ষা ঠাণ্ডা ভাব আরও বাড়সিল। কিন্তু কিসুদুর যাওয়ার পরে ই শুরু হইল খেইল। ওরেহ, সে কি উত্তেজনা। মনে হইল এক নিঃশ্বাসে বাকি অংশ টা দেখলাম।

সিনেমার পরিচালক, Wolfgang Petersen সিনেমাটি তৈরি করেন ২০০০ সালে Sebastian Junger এর উপন্যাস The Perfect Storm থেকে। উভয় জিনিস ই একটা সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। সিনেমাটি অ্যাডভেঞ্চার ড্রামা জেনারের। রানটাইম ১৩০ মিনিট। ম্যাসাচুসেটস এর গ্লচেসটার এর হতভাগ্য একদল জেলের কাহিনী।

তাদের মধ্যে একজন প্রেমিক ,যে নতুন ঘর বাধার সপ্নে বিভোর। একজন হতভাগ্য পিতা, যে তার সন্তান কে একটা ভালো ভবিষ্যৎ দিতে চায় এবং একজন মোহগ্রস্ত ক্যাপ্টেন যে কিনা সমুদ্র কে তার ঘর বাড়ী করে নিয়েছে। ঘোর লাগা ক্যাপ্টেন এর চরিত্রে অভিনয় করেছেন জর্জ ক্লুনি। এই লোক টাকে আমি পছন্দ করি , তবে ক্লুনির পলিশড চেহারা এই চরিত্রের সাথে মানায় নাই। আরও রাফ অ্যান্ড টাফ কাউরে দিলে ভালো লাগত।

অভিনয় সে ভালোই করসে। প্রেমিক চরিত্রে মার্ক হোয়েলবারগ এবং দুরভাগা পিতার চরিত্রে জন রেইলি ভালো অভিনয় করসে। ১৯৯১ সালে তারা দুর্ভাগ্যবশত প্রয়োজনের চেয়ে কম মাছ ধরে তারা। প্রচণ্ড আর্থিক কষ্টে থাকা লোকগুলো ভাগ্য পরিবর্তনের আশায় আবার মাছ ধরতে বেরিয়ে পড়ে। মাছের নেশায় তারা তাদের পরিচিত গণ্ডি ছেড়ে গহিন সমুদ্রে চলে যায়।

পেছনে রেখে যায় ভয়াবহ একার ধারন করতে থাকা এক হ্যারিকেন। যখন মাছ ধরা শেষ হয় ঠিক তখনই তাদের আইস মেশিন নষ্ট হয়ে যায়। তাদের হাঁতে খুব জলদি ফিরে গিয়ে মাছ বিক্রি করা ছাড়া এর কোন উপায় থাকে না। পথে বাধ সাধে সেই বিখ্যাত ঝড়। যার নাম দেন আবহাওয়াবিদরা The Perfect Storm ।

তারপর শুরু হয় মানুষের সাথে প্রকৃতির সেই আদিম লড়াই। সিনেমাটির ভিসুয়াল ইফেক্ট খুবই সুন্দর। প্রতিটা ঢেউ এর সাথে আপনার মনে হবে এই বুঝি গেলরে। সিনেমার এই অংশ টা আসলেই দারুন হইসে। মানুষের আশা, স্বপ্ন, বাস্তবতার এক বেধড়ক মিশ্রণ।

তবে শেষে কি হয় কমু না। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, সিনেমার ক্রিটিকাল রিভিউ তেমন আশাব্যাঞ্জক না। আমি ভাই আম পাবলিক আমার কাসে ভালো লাগসে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।