"...ইন দ্যা মিডেল্ অভ সেপ্টেম্বর, সামারস্ নেভার লুক দ্যা সেইম" নাগরিক যান্ত্রিক জীবনের মধ্যে মানুষ সবসময় যা চায় তা হল একটি রঙিন পৃথিবী যেখানে থাকবে শান্তি। আর গানের মোহে মানুষ ছুটে বেরোবে তার ইচ্ছামতো। নাগরিক জীবনে যান্ত্রিক অনুভূতির বাইরেও মানুষ চায় তার ইচ্ছার আকাশে উড়ে বেড়াতে। রক ব্যান্ড আরবান ফিকশনস তাদের গানের মাধ্যমে প্রকাশ করতে চায় সেসব আবেগ, অনুভূতি এবং নগর জীবনের যন্ত্রণাগুলোকে। আরবান ফিকশনস তাদের অ্যালবামের গানগুলো সাজিয়েছেন মানুষের জীবনের ভিন্ন ভিন্ন সময়ের গল্প নিয়ে।
যেমন অ্যালবামের টাইটেল ট্র্যাক বিসর্জন উত্সব গানটি আত্মঘাতী বোমা হামলার ভয়াবহতার গল্প নিয়ে তৈরি করা হয়েছে। এর আগে আরবান ফিকশনস বেশ কয়েকটি রক মিক্সড অ্যালবামে গান প্রকাশ করেছে। ২০০৯ সালে মুস ব্যান্ড ফেস্ট-এর রানার আপ নির্বাচিত হয় আরবান ফিকশনস। ২৩ অক্টোবর ডেডলাইন মিউজিক-এর ব্যানারে বাজারে এসেছে আরবান ফিকশনস-এর প্রথম একক অ্যালবাম। ১টি ইন্সট্রুমেন্টাল ও ১টি ইংলিশ গান সহ মোট ৯টি ট্র্যাক আছে অ্যালবামটিতে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।