বাঙলা কবিতা --------------- ও জনক আমার, আমি ইউসুফ হে পিতা, আমার ভাইগুলো আমাকে ভালোও বাসে না আর এটাও চায় না যে, আমি তাদের সাথে থাকি ওরা আমাকে প্রহার করে আর ছুঁড়ে মারে পাথর ও কটূবাক্য ওরা চায়, মরে যাই আমি যেন ওরা আমার ফয়তা করতে পারে আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে বন্ধ করে দেয় তোমার গৃহ-কপাট শস্যক্ষেত থেকে বহিষ্কার করে আমাকে ও জনক আমার, ওরা আমার আঙুর ফলে বিষ মিশিয়ে দেয় তছনছ করে দেয় আমার খেলনাগুলো আমার চুলে যখন মৃদুমন্দ হাওয়া খেলে যায়, ওরা আমায় ঈর্ষা করে রাগে জ্বলে ওঠে, ফুঁসতে থাকে তোমার আর আমার বিরুদ্ধে আমি কী এমন কেড়ে নিয়েছি ওদের, জনক আমার? প্রজাপতিরা উড়ে এসে আমার কাঁধে বসে পাখিরা আমার হাতে ব'সে দুলতে থাকে এতে আমার কী দোষ, পিতা? এর জন্য কি আমি দায়ী? তুমি আমার নাম রেখেছিলে ইউসুফ আর ওরা আমায় নিক্ষেপ করলো কূয়ায় ওরা দোষ দিলো নেকড়েদের নেকড়েগুলোই তো আমার ভাইদের চেয়ে অনেক বেশি মমতাময় ওহ, জনক আমার কারও কাছে আমার কি কোনও ঘাট হলো, যখন বললাম: এগারোটা তারা, সূর্য আর চাঁদকে দেখলাম ওরা সবাই কুর্ণিশ করছে আমাকে? -------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।