আমাদের কথা খুঁজে নিন

   

।। ক্রোধ।।

আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি । । ক্রোধ।

। II ..দোলন মাহমুদ.. II দুঃক্ষ আমার ক্রোধে ঝরে, ভাষার তায়ে খই ফুটাই,, বিদ্রোহ আমার রক্তে বহে, কলম আমার হন্যে তাই । তন্দ্রার মধ্যে স্বপ্নে ভাসি এই সবুজ বাংলা দেশ আমার, জাগ্রত হই বাস্তবতায় কাঁধে নিয়ে ঋণ দ্বায়ভার। । রক্ত ভক্ষক নর পিচাশ দু:ক্ষ করে বেঁচা-কেনা, স্বার্থ সীদ্ধির জন্যে তারা কালো অধ্যায় করে রচনা।

দুঃক্ষ আমার ক্রোধে ঝরে, ভাষার তায়ে খই ফুটাই,, বিদ্রোহ আমার রক্তে বহে, কলম আমার হন্যে তাই । । সেবার বেসে পুঁজি ব্যবসা ধন্য বাংলার চিকিৎষক, আর কতকাল এ নাট্যশালা এর প্রতিবাদ করা আবষ্যক। ধীক্কার দেই তাদের প্রতি যারা শিক্ষাদান নামে করছে বদমাশী, এদের সাথে গোপন ব্যবসা ভন্ড রাজনীতির সাথে আংশাশি। ।

দুঃক্ষ আমার ক্রোধে ঝরে, ভাষার তায়ে খই ফুটাই,, বিদ্রোহ আমার রক্তে বহে, কলম আমার হন্যে তাই । এসব দেখে আমার ক্ষুব্দ চরন রক্ত তরঙ্গের নৃত্য তোলে, বিদ্রোহ মোর অম্র ধারায় বন্যা তোলে লিখার বোলে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।