আমাদের কথা খুঁজে নিন

   

সর্বনাশী সিগারেট

অর্থ দিয়ে কিনলো মাল তাতে যে হলো নিজের কাল দরকার কি তার ? সিগারেট “ধুমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ”(সংবিধিবদ্ধ সর্তকীকরন) আমাকে দশটি টাকা দে আমি একটা সিগারেট কিনে খাই,(১ম জন) আচছা নে টাকা , কিন সিগারেট আমিও তোদের সাথে একটু খাই। ( ২য় জন) একটি সিগারেট আর ম্যাচটি দেও দেখি ভাই। ম্যাচটা একটু পরে পাবে। (দোকানদারকে) ঠিক আছে, দিয়ে যাবেন কিন্তু। (দোকানী) ধর নে, টান।

(১ম জন ২য় জনকে) এই ব্যাটা এখন আমাকে দে না। (৩য় জন ২য় জনকে) ধর নে। (২য় জন) তোর আর টানা লাগবে না আমাকে দে। (৪র্থ জন ৩য় জনকে) রান্না করবো কিন্তু ম্যাচটা পাচিছ না। (দোকানী) কিছু মানুষ আজ বিকৃত রুচির দাবীদার ভাগ করে খাচেছ সিগারেট, সিগারেট নামে পুড়াচেছ দেশকে বিপুল অর্থ বিলাচেছ এর পেছনে।

কিন্তু তারা কি জানে? কত ক্ষতি সিগারেট টানলে! মানসিক, শারীরিক সব দিকেই এর ক্ষতির প্রভাব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।