আজ একটা গল্প শুনাব। ঠিক যেন শেষ বিকাল এর মত বাবা বাসায় নতুন কিছু নিয়ে আসলেই পুরো পরিবার এর মধ্যে এক বিশাল উত্তেজনা কাজ করে। এবার বাবা মশা মারার জন্য নতুন এক যন্ত্রের মোড়ক আমাদের সামনে উন্মোচন করলেন। যন্ত্রটা দেখতে টেনিস খেলার ব্যাট এর মত। মাঝখানে জাল দেয়া।
মশার শরীরে ধরলে পট পট করে শব্দ করে। তাই এবার আমি এই যন্ত্রের নামকরন করছি পট পটি মেশিন। নামটা আবার সবার মনে ও ধরছে। এখন সবাই মশার পেছন পেছন দৌড়ায় পট পট শব্দ করার জন্য। কাওকে বইলেন না।
আমি যন্ত্রটার উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে দুই বার শক ও খাইসি। তাও যন্ত্র টা নিয়ে পুরো পরিবার খুব ভালো মেতে আছে। এখন মশা নিধন অভিযান চলছে পরিবার এ। দেখা যাক কতদিন এই পট পটি মেশিন আমাদের পুরো পরিবার কে মাতিয়ে রাখতে পারে। মাঝে মাঝে পারিবারিক বিনোদন এর জন্য এমন যন্ত্রের আবির্ভাব প্রয়োজন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।