আমাদের কথা খুঁজে নিন

   

আমি কান পেতে রই।।

আমি জেগে জেগে স্বপ্ন দেখি, ঘুমে ঘুমে কথা কই আমি নিত্য কারো পথে কান পেতে রই এই বুঝি তার নুপুর আর ধুলো মিশা একাকার আমি ধুলো মেখে মনে চোখ বুজে রই আমি কান পেতে রই।। আমি ঘুমে ঘুমে পথ চলি, হেটে ঘুমো ঘুমো হই আমি নিত্য কারো পথে কান পেতে রই এই বুঝি তার গুনগুন গান, ধরনীর বুকে ফিরাবে পরান আমি সুর বেধে প্রানে চোখ বুঝে রই আমি কান পেতে রই।। আমি মনে মনে শুনি, চোখে চোখে কাছে রই আমি নিত্য কারো পথে কান পেতে রই এই বুঝি তার বাকা ঠোটে হাসি, বলে ভালবাসি বেধে প্রানেতে তারে আমি চোখ বুঝে রই আমি কান পেতে রই।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।