আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমার কারাবরণ দিবস :: সকালে কালো লুঙ্গি আর কালো রঙ্গের একটা স্যান্ডো গ্যাঞ্জি পড়ে মর্নিং ওয়াক করেছি

যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলা স্রোতের শব্দ কম। কিছু দুখের ইমোটিকন দিয়ে পোস্ট এখানেই শেষ হতে পারতো। কিন্তু একটু আগে শালিকা ফোন দিয়ে থ্রেড দিলো -ভাইয়া, এখনো অফিসে ? -হ্যা। ক্যানো ? - হ্যাপি এনিভার্সারি ডে ! এক্ষুণি বেরুন। বাসায় যান।

ইশ ! সারাদিন কাজের ঝামেলায় ভুলেই গেছিলাম এই দিনটির কথা ! আজ আমার কারাবরণ দিবস। গত দুই বছর আগে এই শালির বোনেরে ঘরে তুলে আমার স্বাধীনতা হরণ করেছিলাম। স্বেচ্ছায় কারাবরণ যাকে বলে ! আজ সেই ন্যাশনাল স্যাড ডে ! জাতীয় শোক দিবস। আমার কারাবরণ দিবস ! শালিকা আবারো শাসালো -শোনেন, যাওয়ার সময় অবশ্যই একটা কেক আর আপুর জন্য লাল গোলাপ নিয়ে যাবেন ! মিস যেন না হয় !! আজকালকার মেয়ে ! দুলাভাইকে ফুল নিয়ে যেতে বলে বোনের জন্য। আর এই মেয়ে বিয়ের পর যদি স্বামী বেচারা ভুল করে ফুল না নেয়, তাহলে আল্লা্য় ই জানে, দুনিয়া কেয়ামত কে ফেলবে।

বলেন, এই রাত পনে নয়টায় আমি ফুল কই পাই ? যন্ত্রনা আর কাকে বলে বুঝলেন ? আর যাবেন বেল তলায় ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।