যেন আমি এসেছি অন্য কোনো দূর গ্রহ থেকে—মঙ্গল বা ক্ষীরসাগরের মত এত কাছে নয়, এন্ড্রোমিডাও পড়শী নয় তার । আরও দূরে, যেখানে ফুরিয়ে আসে খোদার শাসন-অঞ্চল, তারও পরে— হাজার অর্ক নক্ষত্র যার--এমন কোনো এক নীলচে-উজ্জ্বল জগতে যেন বাস ছিল আমার। সেইখানে—সেই ধূলিহীন, জলহীন, বায়ুহীন ভাবের জগতে কল্পনা ছিল একমাত্র সঞ্জীবনীর মতন। আর ছিল স্বপ্ন—এই সবুজ অদিতির পরে ফিরে আসবার; যেখানে জীব ও জড় বড় নশ্বর, পুঁতি-গন্ধময় ক্লেদাক্ত মনের জানালা যাদের। তবু তাদেরই মাঝে ফিরে আসবার খুব স্বাধ ছিল আমার; সেই পঙ্কজে : এই এক ভাস্কর এক বিধুর মেটে মেদিনীর পরে। ০৫-১১-১১
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।