আমাদের কথা খুঁজে নিন

   

আমি সেই বাঁধনে সবাইকে বাঁধবো যে বাঁধন কেউ খুলতে পারবে না । সত্যের বাঁধনে বাঁধবো । সেই সত্য হলো আমি ভূত ।

প্রদীপ হালদার,জাতিস্মর। মানুষ ভাবে সেই সব জানে । সেই কেবল ভোগ করতে জানে । আর কাউকে ভোগ করতে দেওয়া যাবে না । নারীকে আমরা সব কিছু দিয়ে বেঁধে রাখতে চাই ।

যদি নারীরা পুরুষকে বেঁধে রাখার জন্য নিয়ম করতো তাহলে পুরুষরা কি সেই সব বাঁধন মেনে নিতো । মোটেই না । নারী ভয়ংকর থেকে ভয়ংকরতর , ভয়ংকরতর থেকে ভয়ংকরতম । নারীকে কখনো নিয়মের বাঁধনে বেঁধে রাখা যায় না । নারী ধরা না দিলে পুরুষের কি ক্ষমতা আছে নারীকে ধরে রাখার ? কেউ পণ্ডিত নয় ।

তবে সবাই পণ্ডিত হতে চায় । নারী তার ভালোবাসা দিয়ে পুরুষকে বেঁধে রাখে । পুরুষ নারীকে বাঁধতে চায় কিছু নিয়মের কথা বলে । নারী ভালোবাসা দিয়ে যে কোন পুরুষকে মেরে ফেলতে পারে । পুরুষ ভাবে সেই কেবল নারীকে ভালোবাসে ।

আর নারী জানে , নারী ছাড়া কোন পুরুষ চলতে পারবে না । মানুষ সব কিছু বাঁধলেও জীবনের গতিকে বাঁধতে পারছে না । বয়সটাকে বাঁধতে পারছে না । আমরা বেঁধে রাখছি রক্ত মাংস হাড় আর চামড়াটাকে । আর আমি কাউকে ভালোবাসার বাঁধনে বাঁধবো না ।

ভালবাসার বাঁধন বড় কঠিন বাঁধন । তবু সেই বাঁধন খুলে যায় । আমি সেই বাঁধনে সবাইকে বাঁধবো যে বাঁধন কেউ খুলতে পারবে না । সত্যের বাঁধনে বাঁধবো । সেই সত্য হলো আমি ভূত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।