আমাদের কথা খুঁজে নিন

   

এই মামুলি কাজ বা অভ্যাস গুলি কি আপনি করতে পারেন না?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আপানদের জ্ঞান দেওয়ার মতো ধৃষ্টতা বা জ্ঞান কোনটাই আমার নেই.... তবুও এই মামুলি কাজ বা অভ্যাস গুলি পালনে একবার চেষ্টা করার কথা বলতে অসুবিধা কোথায়........ ১। সকাল বেলায় ঘুম থেকে উঠার ভাল অভ্যাসে পরিনত করুন তাতে শরীর,স্বাস্থ্য, মন ভালো থাকবে। ২। ফযরের নামায আদায়ের জন্য ১৫ থেকে ২০ মিনিট ব্যয় করুন। ৩।

যোহরের নামাযের জন্য ২০ থেকে ২৫ মিনিট ব্যয় করুন। ৪। আসরের নামাযের জন্য ১০ থেকে ১৫ মিনিট ব্যয় করুন। ৫। মাগরিবের নামাযের জন্য ১৫ থেকে ২০ মিনিট ব্যয় করুন।

৬। এশা'র নামাযের জন্য ৩০ মিনিট সময় ব্যয় করুন। ৭। প্রতিদিন অন্তত একবার হলেও মসজিদে জামায়াতের সহিত নামায আদায়ের চেষ্টা করুন ( সম্ভব হলে এশা'র নামায)। ৮।

অফিসের জন্য বাসা থেকে বের হওয়ার আগে 'বিসমিল্লাহির রাহমানীর রাহিম' বলে বের হওয়া তবে ভাল হয় যদি সূরা ফাতিহা ১বার, সূরা এখলাস ৩বার, আয়াতূল কূরসী ১বার পড়ে বের হওয়া। ৯। গাড়ীতে বা বাসে শুধু বসে না থেকে তাসবীহ পাঠ করা যেমন আল্লাহু আকবার, সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,আসতাগফিরুল্লাহ। ১০। ছোট এবং বড়দের পূর্ণ সালাম 'আসসালামুআলাইকুম' (পারলে 'ওয়া রাহমাতুল্লাহ' যোগ করে বলা) প্রদান করা এবং 'স্লালামালাইকুম' বলা পরিত্যাগ করা কারণ এটা কোনো সালাম নয়।

১১। বাসা বা অফিসের অধিনস্থ ছোট বা বড় পদে যারা আছে তাদের সাথে উত্তম আচরণ বা তাদের যথাযথ সন্মান প্রদর্শন করুন। ১২। প্রতিদিন স্বেচ্ছায় একটি ভাল কাজ করুন ও একটি মন্দ কাজ পরিত্যাগ করুন। ১৩।

প্রতিদিন একটি সত্য কথা বলুন ও একটি মিথ্যা পরিত্যাগ করুন। ১৪। প্রতিদিন একটি সৎউপদেশ দান ও একটি ভাল উপদেশ পালন করুন। ১৫। প্রতিদিন স্বেচ্ছায় অন্তত ২ থেকে ৫ টাকা একজন বৃদ্ধ বা অচল ভিক্ষুককে দান করুন।

১৬। প্রতিদিন অন্তত একটি কূরআনের আয়াত (আবরিতে না পরলে বাংলায়) ও একটি হাদীস নিজে পাঠ করুন এবং অন্যকে পড়ে শুনান। ১৭। প্রতিদিন আপনার সন্তানের সহিত অন্তত ৩০ মিনিট বা ততোধিক সময় ব্যয় করুন এবং তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলুন। ১৮।

মোবাইল লিষ্ট থেকে পুরনো বা ভাল বন্ধু বা আত্নীয়কে খুঁজে ফোন করে কুশল বিনিময় করুন। ১৯। প্রতি শুক্রবার জুমা'র নামাযে ২ থেকে ৫ টাকা বা ততোধিক মসজিদে দান করুন। ২০। কাজে ও কথায় সকল সময় 'আলহামদুলিল্লাহ' বলে মহান আল্লাহর পাকের কাছে শুকরিয়া আদায় করা।

সহী হাদীস হতে বর্ণীতঃ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) বলেছেন, মৃত্যুর পর প্রত্যেক মানুষের সকল আমলের পথ বন্ধ হয়ে যায় তবে তিনটি আমল তার কবরে জারি থাকে কেয়ামত পর্যন্ত তা হলো ১। সদকায়ে জারিয়াহ ২। সৎ ও ভালো উপদেশ ৩। নেক সন্তানের দোয়া। এবার একবার ভেবে দেখুনতো উপরোক্ত মামুলি কাজ বা অভ্যাস গুলি উত্তম চরিত্র গঠনে আপনার নিয়মিত অভ্যাসে পরিনত করা খুব কঠিন? আমি মনে করি অবশ্যই না।

শুধু মাত্র আপনার আন্তরিক ইচ্ছাই এর জন্য যথেষ্ট। মহান আল্লাহ পাক আপনার ও আমার সহায় হোন এবং উত্তম ও সৎ ভাবে জীবন যাপন করার জন্য তৌফিক দান করুন। আমিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।