এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় তারাই সর্বেসর্বা। এবং বাজেটে ছাঁট-কাট করা হলেও ওই এলাকা থেকে তারা সেনা সরাচ্ছে না।
অস্ট্রেলিয়ার সংসদে বক্তব্য রাখতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, “আমেরিকাই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ক্ষমতাসীন। আর আমরা সেই ক্ষমতা ধরে রাখতে চাই। ” গত কালই ওবামা জানিয়েছিলেন, উত্তর অস্ট্রেলিয়ায় বিমান ঘাঁটি তৈরি করবে আমেরিকা।
সেই সঙ্গে নিয়োগ করা হবে আড়াই হাজার সেনা। আমেরিকার এই সিদ্ধান্ত সম্পর্কে সঙ্গে সঙ্গে প্রশ্ন তোলে চিন। বলা হয়, বিষয়টি খতিয়ে দেখতে হবে।
চিন যাই-ই বলুক না কেন, তাকে যে আমেরিকা গুরুত্ব দিতে রাজি নয় তা ওবামার আজকের বক্তব্য থেকেই স্পষ্ট। ওবামা জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার বিভিন্ন অভিযানকে বেশি গুরুত্ব দিয়ে দেখার জন্য তিনি মার্কিন নিরাপত্তা পরিষদের কর্তাদের নির্দেশ দিয়েছেন।
দেশের বাজেটে নানা ছাঁট-কাটের প্রভাব এই সব অভিযানের উপর পড়বে না বলেও জানান তিনি।
কোনও রাখ-ঢাক না রেখে ওবামা সাফ জানিয়ে দিয়েছেন, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকাই সর্বেসর্বা। এ ব্যাপারে কোনও সন্দেহের অবকাশই নেই। এই ভৌগোলিক অঞ্চলের ভবিষ্যৎ কী হবে তা আমেরিকাই ঠিক করে দেবে বলেও জানান তিনি। এশিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাদেশ হিসেবে বর্ণনা করে ওবামা বলেন, “এই মহাদেশে রয়েছে পৃথিবীর অধিকাংশ পরমাণু শক্তিধর দেশ।
পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক এখানে থাকেন। তাই আগামী দিনে বিশ্ব কোন পথে এগোবে তা এখানের উপর অনেকটাই নির্ভরশীল। সে জন্য আমরাও এশিয়াকে আলাদা গুরুত্ব দিয়ে দেখি। ” ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।