মেয়ে তোর ভাব বেশি,
মুখে তোর ফেইক হাসি।
অন্তরেতে শুধুই বিষ,
তোর সাথে সব ডিস মিস।
(মেয়ে: কি আমার হাসি ফেইক!!! আমার অন্তরেতে বিশ!!! ডিস মিস করার তুই কে আমিই করলাম সব ডিসমিস। দাঁড়াও, আগে তোমাকে একটু লাইনে এনে নেই তারপর দেখ কি করি)
এই হাসির জন্যেই আগে
কত রাত থাকতে জেগে
এখন কি সব ভুলে,
যাবে কি তুমি দূরে চলে?
(ছেলে: কাহিনী তো বুঝলামনা। এত নরম সুরে তো কথা বলার কথা না।
কিছু তো আছে মনে। আরেকটু পরখ করে দেখি )
মেয়ে তুমি ছলনাময়ী
হতে দেবনা তোমায় জয়ী
মিষ্টি কথায় ভুলবোনা
করো যতই ছলনা
(মেয়ে: আরে!! সব ছেলে কি আজাকাল বেকুব নামক জ্যাকেট পরা বন্ধ কইরা দিলো নাকি চালাক হওয়ার ভাব নিচ্ছে দাঁড়াও। আমিও কম না )
এমন করে কেন বলো
ঘুরতে যাই বাইরে চলো।
খাবো শুধুই বাদাম ভাজা,
খরচ করাবোনা অযথা।
(ছেলে: ঐ কে কোথায় আছিস, আমার উপড়ে ট্রাক চালাইয়া দে, চিমটি কাটলে কাজ হবেনা।
যেই স্বপ্ন আজ দেখতেছি, চিমটিতে এই স্বপ্ন ভাঙবে না। মেয়ে নাকি শুধুই বাদাম খাবে,এই টাও কি বিশ্বাস যোগ্য!!!! )
লাভ নাই করে ফন্দি,
করবোনা আর আমি সন্ধি
স্যরি তোমায় বলতে হবে
মেনে নেব আমি তবে
(মেয়ে: ছেলেতো বড় ভাব নিচ্ছে!! এইবার আর কোন নরম কথা হবেনা। এক আছাড়ে ভাবের গুস্টি কিলাইতে হবে )
ছেলে তোকে আমি বলি
তোর কথায় কি আমি চলি!
যেতে চাইলে দুরে যা
দুরে যেয়ে বিষ খা!!!!!!!!
(ছেলে:হায় হায় এ কি হলো!!!আমি মনে হয় বেশিই ভাব নিয়ে ফেললাম এখন কেমনে মানাই)
রাগ করো না মিস্টি মেয়ে
ঘুরতে যাবো তোমায় নিয়ে
ভালোবেসে গাইবো গান
তুমি যে আমার লক্ষী জান
(মেয়ে: এইবার চান্দু লাইনে আসছো তোমারে সোজা রাখতে আমার আগ্ঙুল সবসময় বাকাই রাখতে হয়)
শুধু গানে চলবে না
মন আমার ভরবে না
শপিং এ নিয়ে যাবা
গীফট দিয়ে মন ভরাবা
এইটুকুই শেষ না
আরো আছে বায়না
সব যদি মেনে নাও
এসে আমায় নিয়ে যাও
(ছেলে: বাপরে!!! তারপরেও তো মেনে নিলো)
আসছি আমি মেয়ে শুনো,
টেনশান নিওনা তুমি কোন
সব হবে তুমি যা চাও,
এখন তুমি রেডি হয়ে যাও
আসছি তোমায় আমি নিতে
পিজা হাটে যাবো খেতে
(মেয়ে:ইস এতো তারাতারি ঘুমটা ভেঙে গেলোশপিং টপিং শেষ করতেও দিলোনা )
এটা কি বাস্তব নাকি স্বপ্ন জানবার মনচায়
ছেলেরা কি আসলেই এমন বোকা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।