আমাদের কথা খুঁজে নিন

   

আজ, দেশলাই বুক সঞ্জীব চৌধুরীর প্রয়ান দিবস, দাদা আপনাকে ভালোবাসি

সাল ২০০৭, নভে. ১৬ । সিডরে দেশ ভেঙ্গচুড়ে গেছে, চারদিকে ভাঙচুর আর ভাঙ্গেনর শব্দ। তবে তাতেও মন ভাঙ্গেনি আমাদের। দেশের মন ভাঙ্গলো ১৯ তারিখ। সিডরের সেই রাতে আমাদের একজন প্রিয় মুখ, প্রিয় মানুষ, প্রিয় কণ্ঠ, আমাদের একজন নাগরিক লালন মস্তিস্কে রক্তক্ষরণে নিশ্চুপ হয়ে গেলেন।

তারপর দুদিন আগুন বুকের সেই মানুষ আইসিইউতে যুদ্ধ করলেন মৃত্যুর সাথে কিন্তু সেটা খুব দেরী হয়ে গিয়েছিল। চলে গেলেন তিনি। আগুনের মৃত্যু নেই। তারও মৃত্যু হলনো। মৃত্যুর যত দিন যাচ্ছে তিনি ততই জীবিত হয়ে উঠছেন।

তিনি সঞ্জীব চৌধুরী, আমাদের ভালোবাসার নাম। পুনশ্চ : আমি কখনো গান লিখবো, সে চিন্তা করেছি তার নামে। জীবনে একটা হলেও সঞ্জীবদা'র গান লিখবো। কিন্তু যে বছর প্রথম গান লিখা শুরু করলাম আমার দূর্ভাগ্য সে বছরই দাদা চলে গেলেন। তবে দাদার জন্য না হোক দাদাকে নিয়ে গান লিখতে পেরেছি।

এবং এই গান লিখে আরো ভালো করে বুঝতে পেরেছি তাকে। এতো সাড়া তার ভক্ত এবং মিডিয়ার কাছ থেকে পেয়েছি যা বিরল। এই গানের রেকর্ডিং এর নিউজকেই বাংলাদেশের সকল দৈনিক একই দিনে আলাদা মর্যাদা দিয়েছিল। গানটা কেউ চাইলে শুনতেও পারেন ... http://www.mediafire.com/?73fm7ec6bwsobob ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।