আরেকটি হাবি জাবি ব্লগ!! অনেক দিন পর ব্লগ লিখলাম। বিষটি হচ্ছে স্টিভ জবস। টেক বিশ্বকে কাপিয়ে গিয়েছেন যিনি, এখন তিনি আবার পাঠ্য সূচিতে স্থান করে নিতে পেরেছেন নিজেকে। খবরটি কয়েক দিন আগের। শেয়ার করার কারন হচ্ছে ঐ পাঠ্য বইটি আমি সংগ্রহ করতে পেরছি।
ভারতীয় ব্যবসায় অনুষদের শিক্ষার্থীদের চতুর্থ সেমিস্টারে নেতৃত্ব শীর্ষক বিষয়ে স্টিভ জবসের জীবন এবং কাজ সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেওয়ার উদ্দ্যেশ্যে iCon Steve Jobs: The Greatest Second Act in the History of Business by William L. Simon বইটি পাঠ্য করা হয়েছে। পাঠ্য করার উদ্দ্যেশ্য হচ্ছে জবসের গুণাবলী গুলিকে জানা যার কারনে জবস হয়ে উঠছেন একজন সেরা ব্যবসায়ী। ভারতে Bangalore কে সবাই জানে প্রযুক্তির আরেকটি স্বর্গ হিসেবে, যেখানে প্রযুক্তির সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে। আর বইটি পাঠ্য করেছে Bangalore এ অবস্থিত Business এবং Management এর জন্য সেরা ভার্সিটি IFIM Business School এর চতুর্থ সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য। জবস নিয়ে আপনারা ইতি মধ্যে অনেক কিছু জানতে পারছেন।
আপনি ও হয়তো আমার মত ব্যবসা শিক্ষা শাখার নয়। তার পর ও সময় পেলে পড়ে দেখবেন। কারন জবস শুধু মাত্র একজন ভালো ব্যবসায়ী ছিলেন না ছিলেন এক সাথে উদ্ভাবক, পরিচালক, ধোর্য্যশীল সহ আরো অনেক কিছু। তাই হয়তো শিখারও আছে অনেক কিছু।
বইটি ডাউনলোডের জন্য ভিজিট করুন মিডিয়া ফায়ার।
জবসকে নিয়ে আরেকটি সেরা লেখা Steve Jobs by Walter Isaacson Vietnamese ডাউনলোড করে নিতে পারেন যারা জবস কে অনেক ভালবাসেন তারা।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।